গণেশ চতুর্থী হল হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি উপলক্ষে পালিত হয়। এটি ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে শুরু হয়ে দশ দিন ধরে চলে। এই সময়ে ভক্তরা নিজেদের বাড়িতে এবং বিভিন্ন মণ্ডপে গণেশের সুন্দর মূর্তি স্থাপন করে পূজা করেন। এই উৎসব মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক এবং গোয়ায় খুব উৎসাহের সঙ্গে পালিত হয়। তবে বাংলাতেও এর উন্মাদনা কিছু কম নয়। এই দিন প্রিয়জনদের অনেকেই শুভেচ্ছা জানান গণেশ চতুর্থীর। কিন্তু শুভেচ্ছা মেসেজে জানাতে হলে কী লিখবেন ভাবছেন? দেখে নিন এখানে।
গণেশ চতুর্থীর শুভেচ্ছাবার্তা
১. গণপতি বাপ্পা আপনার সমস্ত স্বপ্ন পূরণ করুন। শুভ গণেশ চতুর্থী!
আরও পড়ুন - লক্ষ লক্ষ মানুষের ভিড় প্রতি বছর! লালবাগচা রাজা গণেশ কেন এত জনপ্রিয় জানেন?
২. এই গণেশ চতুর্থীতে আপনার জীবন সুখ, শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠুক।
৩. সিদ্ধিদাতা গণেশ আপনার জীবনে সব বাধা দূর করে নতুন পথের সন্ধান দিন। শুভ গণেশ চতুর্থী!
৪. আপনার পরিবারে গণেশের আশীর্বাদ বর্ষিত হোক। শুভ গণেশ চতুর্থী!
৫. গণেশের আশীর্বাদে আপনার জীবন হোক আনন্দময়। গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা।
৬. আপনার মঙ্গল কামনায় গণেশ চতুর্থীর এই পবিত্র দিনে জানাই আন্তরিক শুভেচ্ছা।
৭. এই শুভ দিনে গণেশ আপনার ঘরে সুখ-শান্তি নিয়ে আসুক। শুভ গণেশ চতুর্থী।
৮. গণেশ চতুর্থীর উৎসব আপনার জীবনে নতুন আশা এবং শক্তি দিক।
আরও পড়ুন - Ganesh Chaturthi: ‘গণপতি বাপ্পা মোরিয়া’-তে মোরিয়া শব্দের মানে জানেন? গায়ে কাঁটা দেবে রীতিমতো
৯. বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ। নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। শুভ গণেশ চতুর্থী!
১০. গণেশ চতুর্থীর এই দিনে আপনার জীবনের সব দুঃখ-কষ্ট দূর হোক। গণপতি বাপ্পা মোরিয়া!