Durga puja 2023: মহালয়ার দিন ভাইরাল হল ‘জয় জয় জপ্য জয়ে’ গানের রিহার্সাল। একঝাঁক তরুণ গায়কগায়িকারাই গলা মেলালেন এই গানে। নেটিজেনরাও প্রশংসায় মাতলেন ভিডিয়ো দেখে।
‘জয় জয় জপ্য জয়ে’ গানের রিহার্সাল
আজ মহালয়া। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শুরুয়াৎ হয়ে গেল আজ শনিবার থেকেই। কাকভোর থেকেই আজ ভিড় হয়েছিল গঙ্গার ঘাট ও কুমোরটুলিতে। তরুণ-তরুণী, ব্লগারদের ভিড়ে তিলধারণের জায়গা ছিল না সেখানে। কুমোরটুলিতেই তৈরি হয় বাঙালির প্রিয়তম উৎসবের প্রতিমা। অন্যদিকে গঙ্গার ঘাটে ছিল তর্পণের ভিড়। প্রসঙ্গত, মহালয়া দিনটির সঙ্গেই জড়িয়ে রয়েছে এক অনির্বায নাম। তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তার উদাত্ত আবেগী কণ্ঠের স্তোত্রপাঠ ও মায়াময় উপস্থাপনা দিয়ে শুরু হয় মহালয়া তিথি। সম্প্রতি সেই প্রবাদপ্রতিম ব্যক্তির অনুষ্ঠানকে স্মরণ করেই একটি বিশেষ উপস্থাপনা করল সৃজন চট্টোপাধ্যায় ও তাঁর গানের দল।
মহালয়া উপলক্ষে এই বিশেষ উপস্থাপনার জন্য বেছে নেওয়া হল মহিষাসুরমর্দ্দিনী অনুষ্ঠানের একটি বিশেষ গান। সংস্কৃত শ্লোকে লেখা সেই গান হলজয় জয় জপ্য জয়ে জয় শব্দ পরস্তুতি তৎপর বিশ্বনুতে। মহিষাসুরমর্দ্দিনী অনুষ্ঠানে এই গানটি কোরাসে গাওয়া হয়েছিল। যা রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার অনুভূতি।