Dandruff Tips: খুসকির আর নামগন্ধ থাকবে না, এইভাবে লেবুর রস লাগালে ঘনও হবে চুল
Updated: 16 Nov 2024, 08:00 PM ISTDandruff Tips Home Remedies: কারও কারও মাথায় খুশকি হয়। চুলকানিও বেশি দেখা যায়। চুলে খুশকি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তবে এই সমস্যা কমাতে রইল কিছু ঘরোয়া প্রতিকার।
মাথায় খুশকি একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং অনেকেই এর সম্মুখীন হচ্ছেন। খুশকিও বাড়িয়ে দিতে পারে চুলকানি। তবে কয়েকটি ঘরোয়া প্রতিকারের মাধ্যমে চুলের খুশকি কমানো যায়। এখানে কিছু কার্যকর টিপস রয়েছে।
(freepik)লেবু- নারকেল তেল: লেবুর রস ও নারকেল তেল চুলের জন্য নানাভাবে ভালো। এটি মাথার ত্বকে আর্দ্রতা সরবরাহ করে এবং এটি উজ্জ্বল করে তোলে। এটি খুশকি দূর করে। দুই টেবিল চামচ নারকেল তেলে লেবুর রস মেশান। এই মিশ্রণ মাথায় সামান্য গরম করে মাথায় ম্যাসাজ করুন। এটি ৩০ মিনিটের জন্য শুকিয়ে দিন এবং এটি ধুয়ে ফেলুন।
(freepik) পরবর্তী ফটো গ্যালারি