চলতি বছরেই আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়ে নজর কেড়েছেন সারা বিশ্বের। তাঁর লেখা ‘হার্ট ল্যাম্প’ অনুদিত হয়েছে বেশ কয়েকটি ভাষায়। সম্প্রতি সেই বানু মুস্তাকই বিতর্কের কেন্দ্রে। কর্ণাটক সরকারের তরফে তাঁকে দশেরা অনুষ্ঠানের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিজেপি নেতা এই ঘটনার প্রতিবাদ করে বলেন, ‘এই উৎসবটি হিন্দুদের। সেখানে কেন একজন মুসলিম লেখিকাকে আমন্ত্রণ জানানো হবে!’ তাঁর কথায়, ‘দশেরা কোনও ধর্মনিরপেক্ষ অনুষ্ঠান নয়। বানু মুশতাকের ব্যক্তিগত বিশ্বাস নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু এটি একটি হিন্দু উৎসব।’
আরও পড়ুন - আর্থিক উন্নতিতে পদে পদে বাধা ডেকে আনে! ঘরের দেওয়ালে এসব রং করাবেন না ভুলেও
স্কুল বয়স থেকেই লেখালেখি
প্রসঙ্গত, ২০২৫ সালের মে মাসে তাঁর ছোট গল্প সংকলনের জন্য বুকার পুরস্কারে সম্মানিত হন বানু মুস্তাক। তবে লেখকবৃত্তি ছাড়াও তিনি যুক্ত ছিলেন কৃষক সংগঠন, কন্নড় আন্দোলন এবং অন্যান্য প্রগতিশীল আন্দোলনের সঙ্গে। ১৯৪৮ সালে জন্ম এই লেখিকার। কর্ণাটকের হাসানে বেড়ে ওঠা। আট বছর বয়সে একটি কন্নড়-মাধ্যম কনভেন্ট স্কুলে ভর্তি হন তিনি। পরবর্তীকালে এই কন্নড় ভাষাই তাঁর সাহিত্যকর্মের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। স্কুল বয়স থেকেই শুরু হয়েছিল লেখালেখি। তাঁর সমাজে বাল্যবিবাহের জন্য চাপ ছিল যথেষ্ট। তা সত্ত্বেও তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
সমাজের অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ লড়াই
২৬ বছরে বিয়ে করেন বানু মুস্তাক। ২৭ বছরে প্রকাশিত হয় তাঁর প্রথম ছোটগল্প। বিবাহিত জীবনের প্রথম দিকে তাঁকে নানা মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যার মধ্যে অন্যতম ছিল সন্তান হওয়ার পর পোস্টপার্টাম ডিপ্রেশন। অল্প বয়স থেকেই সমাজের সঙ্গে বোঝাপড়া দীর্ঘ লড়াই করতে হয়েছে তাঁকে। সেই লড়াইয়ের কাহিনিই প্রকাশিত হয়েছে নানা গল্প, উপন্যাসের আকারে। শুধু আন্তর্জাতিক বুকার পুরস্কারই নয়, কর্ণাটক সাহিত্য একাডেমি পুরস্কার এবং দানা চিন্তামণি আত্তিমব্বে পুরস্কার সহ গুরুত্বপূর্ণ সম্মাননাও পেয়েছেন বানু মুস্তাক।
আরও পড়ুন - তামার ঘটিতেই ফিরবে ধনভাগ্য! প্রাতঃকালে এই কাজ করলেই কাটবে সব গ্রহদোষ
একাধারে ছিলেন সাংবাদিক
একসময় সাংবাদিকও ছিলেন বানু মুস্তাক। লঙ্কেশ পত্রিকায় কাজ করেছেন দীর্ঘদিন। উর্দু, হিন্দি, তামিল এবং মালায়ালাম ভাষাতেও অনুবাদ করা হয়েছে তাঁর সাম্প্রতিক পুরস্কার প্রাপ্ত বইটি। বিজেপি নেতার অসমর্থন থাকলেও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সমর্থন জানিয়েছেন বানু মুস্তাককে।