বাংলা নিউজ > টুকিটাকি > Bangla Jokes Collection: একটু হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস! অন্যকে ফরোয়ার্ড করে মনও জিতুন
পরবর্তী খবর
Bangla Jokes Collection: একটু হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস! অন্যকে ফরোয়ার্ড করে মনও জিতুন
1 মিনিটে পড়ুন Updated: 16 May 2023, 03:34 PM ISTSuman Roy
Viral Jokes of the Day: সারা দিনই তো চাপ। তার মধ্যেই একটু হেসে নিন। পড়ে নিন দিনের সেরা জোকস।
পড়ে নিন দিনের সেরা ৫ জোকস
সারা দিনই কাজের চাপ লেগেই আছে। মন তো আর সহজে ভালো হয় না। কিন্তু তার মধ্যেই তাজা হাওয়ার মতো আসতে পারে কয়েকটি হাসির ঘটনা। পড়ে নিন এমনই কয়েকটি জোকস, কে বলতে পারেন, দিনটি হয়তো হঠাৎ করেই সুন্দর হয়ে যাবে হাসতে হাসতে।
১। বৃদ্ধ বাবার ছেলে জেলে বন্দি। বাবা ছেলেকে জেলে চিঠি লিখলেন, ‘আমার অনেক বয়স হয়েছে। এত বড় জমিতে চাষ করা আমার পক্ষে সম্ভব না। তুই থাকলে একটু সাহায্য করতে পারতিস।’
ছেলে জেল থেকে বাবার চিঠির জবাবে লিখল, ‘তুমি ওই জমি খুঁড়তে যেও না । জমিতে আমি আমার সব চোরাই মাল লুকিয়ে রেখেছি।’
পরের দিন কয়েক জন পুলিশ গিয়ে পুরো জমি খুঁড়ে ফেলল। কিন্তু কিছুই পেল না। ছেলে আবার তার পরের দিন বাবাকে চিঠি লিখল, ‘বাবা, আমি জেলে থেকে তোমার জন্য এতটুকুই সাহায্যই করতে পারলাম। এখন শুধু বীজ লাগিয়ে দিও।’
২। বিচারক: ২০ টাকা পকেট মারার জন্য তোমার ১০০ টাকা জরিমানা করা হল। পকেটমার: আমার কাছে তোমাত্র ২০ টাকাই আছে, স্যর। বাকি টাকা এখনই এনে দিতে পারি, কিন্তু কিছু ক্ষণের জন্য ছাড়তে হবে।
৩। নতুন বছরের প্রথম দিন অফিসের বস অমিতকে বললেন, ‘গত বছর আপনি দারুণ কাজ করেছেন। এই নিন ১০ হাজার টাকার চেক।’
অমিত কৃতজ্ঞতা জানাতেই বসের বক্তব্য, ‘এ বছরও এমন ভালো কাজ করতে পারলে পুরস্কার আছে।’