মহাকাশ থেকেই এবার সারা পৃথিবীর জন্য এল ইদের শুভেচ্ছা! শুভেচ্ছা এল মহাকাশযান থেকে, শুভেচ্ছা জানালেন সংযুক্ত আরব আমিরশাহির মহাকাশচারী সুলতান আলনেয়াদি। ২২ এপ্রিল ছিল ইদের প্রথম দিন।
মহাকাশ থেকেই এল ইদের শুভেচ্ছা!
মহাকাশ থেকেই এবার সারা পৃথিবীর জন্য এল ইদের শুভেচ্ছা! শুভেচ্ছা এল মহাকাশযান থেকে, শুভেচ্ছা জানালেন সংযুক্ত আরব আমিরশাহির মহাকাশচারী সুলতান আলনেয়াদি। ২২ এপ্রিল ছিল ইদের প্রথম দিন। সেই উপলক্ষে নিজের পুরো পরিবার, বন্ধু ও সবাই ইদের শুভেচ্ছা জানালেন তিনি। তাঁর একসঙ্গে ছিলেন তাঁরই আরেক সতীর্থ মহাকাশচারী সোহেল।
এই দিন টুইটারে একটি এক মিনিটের ভিডিও শেয়ার করেন সুলতান। একটি সুন্দর আরবি সঙ্গীতের সঙ্গে বাজে নেপথ্যে। তার সঙ্গে আলনেয়াদিকে বলতে শোনা যায়, ‘সাধারণত, আমার ইদ পরিবার এবং বাচ্চাদের সঙ্গে কাটে। তবে আজ আমার বিশ্বস্ত সঙ্গী সুহেলের সঙ্গে ইদ উদযাপন করব।’ এই শুভ উপলক্ষে তিনি তার পরিবার, বন্ধু বান্ধব এবং পৃথিবীর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, ‘এই বিশেষ উপলক্ষ আপনার জীবনে শান্তি, সুখ, এবং সমৃদ্ধি বয়ে আনুক, ইদ মোবারক!’
ভিডিয়োতে দেখা যায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) এর কুপোলা অবজারভেটরি মডিউলের ভিতরে মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার (এমবিআরএসসি) এর মাসকট সুহেলের সঙ্গে আলনেয়াদি ভাসছেন। প্রসঙ্গত সুহেল ক্যানোপাস তারার আরবি নাম। তাকেও এই দিন সাধারণ স্পেসএক্স স্পেসসুটের পরিবর্তে একটি ধূসর কান্দুরা (মুসলিমদের একটি বিশেষ পোশাক) পরতে দেখা যায়।