অভিনেত্রী জারিনা ওয়াহাবকে নিশ্চয় চেনেন? বলিউডের বহু ছবিতেই পার্শ্ব চরিত্রে তাঁকে দেখেছেন সিনেপ্রেমী দর্শক। অভিনেত্রী ৭০ ও ৮০ এর দশকের বহু ছবিতে কাজ করেছেন। তবে পেশাগত জীবনের থেকেও একসময় তাঁর ব্যক্তিগত জীবনই ছিল বেশি আলোচনায়। তাঁর থেকে পাঁচ বছরের ছোট অভিনেতা আদিত্য পাঞ্চোলিকে বিয়ে করেছিলেন জারিনা। যদিও জারিনাকে বিয়ের পরও আদিত্যর একাধিক প্রেমের গুঞ্জন বারবার উঠে এসেছিল পেজ থ্রির খবরের পাতায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন জারিনা।
তবে এবিষয়ে অভিনেত্রী যা বলেছেন, তা শুনলে অবাক হতে হয় বৈকি। জারিনা জানিয়েছেন তিনি তাঁর স্বামীকে নিয়ে মোটেও অখুশি ছিলেন না। আদিত্য পাঞ্চোলির পরকীয়া নিয়ে উল্টে মেয়েদেরকেই দায়ী করেন জারিনা।
হ্য়াঁ, ঠিকই শুনছেন। কিন্তু কী বলেছেন জারিনা ওয়াহাব?
নয়নদীপ রক্ষিত-কে দেওয়া সাক্ষাৎকারে জারিনা বলেন, 'দেখা হওয়ার ১৫-২০ দিনের মধ্যেই আমাদের বিয়ে হয়ে যায়। আমরা 'নারী হরি' ছবিতে কাজ করছিলাম। তখনই ওর সঙ্গে আমার পরিচয় হয়। ও দেখতে সুদর্শন ছিল। কান্নার দৃশ্য শুট করতে হয়েছিল ওকে। ও কাঁদতে শুরু করল কিন্তু কিছুতেই থামল না। সেদিন তাই শুটিং বন্ধ রাখতে হয়েছিল। আমরা একই গাড়িতে বসেছিলাম যখন আমি ওর হাত ধরে কাঁদতে নিষেধ করি। সেই মুহুর্তে, ও আমার হাতটা আরও শক্ত করে ধরেছিল। এর ১৫ দিনের মধ্যে আমাদের বিয়ে হয়ে যায়। সবাই বলত, এত সুন্দর দেখতে ছেলেকে বিয়ে করলে, এক সপ্তাহের মধ্যে ছেড়ে চলে যাবে। কিন্তু দেখুন, আমাদের বিয়ের ৩৮ বছর হয়ে গেল।'
আরও পড়ুন-ডান্স বাংলা ডান্স-এ একী নাচ! মুখে করে কাঞ্চনের স্কার্ট টেনে ধরে নাচলেন কৌশানি!
একসময় আদিত্য পাঞ্চোলি এবং কঙ্গনা রানাওয়াতের প্রেম চর্চায় ছিল। এমনকি পূজা বেদীর সঙ্গেও তাঁর প্রেমের খবর শোনা যেত। তবে স্বামীর পরকীয়া নিয়ে জারিনা বলেন, 'মানুষ মনে করে আমি অনেক চাপের মধ্যে আছি। ওরা ধরে নেয় যে আদিত্য ওই মেয়েটির দিকে তাকিয়ে আছে, তাই আমি দুঃখ পাব। কিন্তু কেউ এটা বলছে না যে ওই মেয়েটাই ওকে দেখছে'।
জরিনা বোঝাতে চেয়েছেন, বিবাহবহির্ভূত সম্পর্কের জন্য সবসময় একজন বিবাহিত পুরুষকে দায়ী করা ঠিক নয়। তাঁর কথায়, ‘আদিত্য কখনওই অন্য কোনও মহিলার প্রতি সিরিয়াস হবে না। এটা ভুল, তবে প্রত্যেকেরই একটা পর্যায় থাকে যা আসে এবং যায়। আমি কখনই এই বিষয়গুলি গুরুত্ব সহকারে নিই না। কারণ আমি জানি ও কখনই অন্য কারও প্রতি সিরিয়াস হবে না কারণ ও আমাকে এত ভালবাসে।’
জারিনাকে জিগ্গেস করা হয়, তিনি তাঁর স্বামীকে নিয়ে এধরনের গুঞ্জনের খবর পড়ে দুঃখ পেতেন কিনা?
এর উত্তরে জারিনা বলেন, ‘আমি যখন অ্যাফেয়ারের গুজব পড়তাম তখন আমার একটু খারাপ লাগত। তবে পরে আমি সেগুলো নিয়ে হাসাহাসি করতাম। ও বাইরে কী করে তা নিয়ে আমি চিন্তা করি না। কারণ ও যখন বাড়িতে থাকে তখন ও একজন দুর্দান্ত বাবা এবং স্বামী। আর এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। ও যদি এই বিষয়গুলি বাড়িতে নিয়ে আসতেন তাহলে আমার খারাপ লাগত। অনেক পুরুষের পরকীয়া আছে, তারপরও তারা সংসার চালায়। আমি যদি এই বিষয়গুলি খুব গুরুত্ব সহকারে গ্রহণ করি এবং ঝগড়া শুরু করি তাহলে আমিই কষ্ট পাব। আর আমি কষ্ট পেতে চাই না, কারণ আমি নিজেকে ভালোবাসি।’
জারিনা আরও জানান, তিনি শুধু এই ভালোবাসার জন্যই আদিত্যর সঙ্গে আছেন, তবে তিনি আদিত্যর ওপর নির্ভরশীল নন। একা থাকতে হলেও তাঁর সমস্যা হবে না তবে আদিত্যকে ছেড়ে যাওয়ার কথা কখনও ভাবেননি বলেই জানান তিনি।