ইউটিউবার এবং বিগ বস ওটিটি ৩-খ্যাত আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী পায়েল এবং কৃতিকা মালিককে দুটি পৃথক মামলায় পাতিয়ালা জেলা আদালতে তলব করা হয়েছে। লাইভ হিন্দুস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিন জনকেই ২ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে।
ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে তলব দভিন্দর রাজপুত নামে এক ব্যক্তির দায়ের করা একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে এই সমন জারি করা হয়েছে, যিনি অভিযোগ করেছেন যে আরমান মালিকের কেবল দুটি নয়, চারটি বিয়ে রয়েছে, যা হিন্দু বিবাহ আইন লঙ্ঘন করেছে। কারণ হিন্দু ধর্ম অনুশীলনকারী ব্যক্তিদের কেবল একটি বিয়ের অনুমতি রয়েছে। পিটিশনে আরমান ও পায়েলের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগও আনা হয়েছে। এতে বলা হয়েছে, ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিয়োতে পায়েল হিন্দু দেবী কালীর পোশাক পরেছিলেন। আবেদনকারীর দাবি, এই কাজ ধর্মীয় বিশ্বাসের অবমাননা এবং ভারতীয় আইনে শাস্তিযোগ্য অপরাধ।
পাল্টা প্রতিক্রিয়ায় আরমান ও পায়েল মালিক জনসমক্ষে প্রায়শ্চিত্তের পদক্ষেপ নেন। ২২ জুলাই, এই দম্পতি পাটিয়ালার কালী মাতা মন্দিরে যান, প্রার্থনা করেন এবং তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চান। পরের দিন, ২৩ জুলাই, তারা মোহালির খারারের আরেকটি কালী মন্দিরে হাজির হয়েছিল, যেখানে পায়েল মন্দির পরিষ্কার এবং আচার-অনুষ্ঠান সহ সাত দিনের ধর্মীয় শাস্তি গ্রহণ করেছিলেন বলে জানা গিয়েছে।
এরপরই হরিদ্বারে গিয়ে নিরঞ্জনী আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর কৈলাশানন্দ গিরির কাছে ক্ষমা প্রার্থনা করেন ওই দম্পতি। এই সময়কালে, পায়েল মালিকের স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তাকে মোহালির হাসপাতালে ভর্তি হতে হয়।
আরমান মালিক, যার আসল নাম সন্দীপ, হরিয়ানার হিসারের বাসিন্দা এবং দিল্লিতে যাওয়ার আগে একটি বেসরকারী ব্যাংকে কাজ করেছিলেন এবং পরবর্তীতে কনটেন্ট ক্রিয়েটর হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। ২০২৪ সালের ২১ জুন থেকে শুরু হওয়া বিগ বস ওটিটি সিজন ৩-এ প্রবেশ করার পর তিনি দেশব্যাপী জনপ্রিয়তা পান।
প্রথমে পায়েল মালিককে বিয়ে করেন আরমান, সেই সময় তাঁর নাম ছিল সন্দীপ। সেই বিয়ে থেকে তাঁর একটি ছেলেও হয়। এরপর বউয়ের বান্ধবীরই প্রেমে পড়েন এই সন্দীপ। আর তাই সেই মেয়েটি, অর্থাৎ কৃতিকাকে বিয়ে করতে বদলান ধর্ম। মুসলিম হন। প্রথমদিকে পায়েল এই বিয়ের খবর জেনে ঘর ছাড়লেও, এখন দুই বউ নিয়ে সংসার করেন আরমান। এমনকী, ২০২৩ সালে পায়েল দুই যমজ সন্তানের জন্ম দেন, ও কৃতিকার হয় একটি ছেলে। এখন পায়েল, কৃতিকা ও আরমানের সংসারে ৫টি বাচ্চা। আর বাবার দুই বউকেই তারা মা বলে ডাক।