সুযোগ পেলে রাহুল গান্ধীকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেন না কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর বিকৃত ছবি পোস্ট করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন কঙ্গনা। মান্ডির বিজেপি সাংসদের নামে ৪০ কোটির মানহানির মামলাও রুজু হয়েছে। কিন্তু কুছ পরোয়া নেই তাঁর। এবার রাহুলের বোধবুদ্ধি নিয়েই প্রশ্ন তুললেন তারকা সাংসদ।
মুক্তির অপেক্ষায় কঙ্গনা অভিনীত-পরিচালিত তথা প্রযোজিত ছবি ‘এমার্জেন্সি’। চলতি বছরের সবচেয়ে বিতর্কিত ছবি হতে চলছে এটি। ভারতের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায় উঠে আসবে এই ছবিতে। আপতত কোমর বেঁধে ছবির প্রচারে ব্যস্ত কঙ্গনা। সেইসূত্রেই রজত শর্মার ‘আপ কি আদালত’-এ হাজির তিনি।
অনুষ্ঠানের একটি প্রোমো সোশ্যালে ভাইরাল। সেখানে সঞ্চালক কঙ্গনাকে জিজ্ঞাসা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এমার্জেন্সি ছবিটি পছন্দ করবেন কিনা? এতে ব্যঙ্গাত্মক জবাব দিলেন বিজেপি সাংসদ। রাহুলের ঠাকুমা তথা ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক কেরিয়ারের সবচেয়ে বিতর্কিত চ্যাপ্টার এমার্জেন্সি।
রজত শর্মার মুখে রাহুলের নামে শুনেই প্রথমে সরাসরি দর্শকদের দিকে সোজা মুখ করে তাকান কঙ্গনা। তারপর যোগ করেন, ‘আগর ও ঘর জাকর টম অ্যান্ড জেরি দেখতে হোঙ্গে তো উনহে ক্যায়সে সমঝ আয়েগি যার অর্থ উনি যদি বাড়িতে টম অ্যান্ড জেরি কার্টুন দেখেন তাহলে আমার ফিল্ম বুঝবেন কী করে?’
টিজারে কঙ্গনা এটাও জানান কেন এমন বিতর্কিত বিষয় নিয়ে ছবি পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেন, ‘যদিও আপনি বললেন যে এটি একটি বিতর্কিত বিষয় তবে এটি একটা গোপনীয় অধ্যায়ও বটে। আমাদের প্রজন্ম এ সংক্রান্ত কোনো তথ্য সম্পর্কে অবগত নয়।’
সম্প্রতি রাহুল গান্ধীকে 'সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি' বলে অভিহিত করেছেন কঙ্গনা। যিনি প্রধানমন্ত্রী হওয়ার এজেন্ডা পূরণ না হলে 'দেশকে ধ্বংস' করতে পারেন। তারকা সাংসদ চলতি মাসের গোড়ায় এক্স হ্যান্ডেলে লেখেন, ‘তিনি (রাহুল গান্ধী) তিক্ত, বিষাক্ত এবং ধ্বংসাত্মক... তার এজেন্ডা হলো, সে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন, তাহলে সে এই জাতিকে ধ্বংস করে দিতে পারে। আমাদের শেয়ার বাজারকে নিশানা করে যে হিন্ডেনবার্গ রিপোর্ট রাহুল গান্ধী গত রাতে সমর্থন করছিলেন, তা স্যাঁতসেঁতে ছুঁতোবাজি মাত্র’।
বিজেপি নেতা রাহুলকে তিনি আরও বলেছিলে যে সারা জীবন বিরোধী আসনেই বসতে হবে রাহুলকে। কঙ্গনা লেখেন, ‘ এই দেশের মানুষ কখনোই আপনাকে তাদের নেতা বানাবে না। তুমি একটা লজ্জা’।
এখনও সেন্সর সার্টিফিকেট পায়নি এমার্জেন্সি। কঙ্গনার কথায় সিবিএফসি কর্তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। ৬ই সেপ্টেম্বর অর্থাৎ আগামী শুক্রবার এই ছবি মুক্তি পাওয়ার কথা।