আমির খান যে বড় পর্দায় মহাভারত আনতে চান এ কথা কারুর বিশেষ অজানা নয়। অভিনেতা বছরের পর বছর ধরে এটা নিয়ে একাধিক বার কথা বলেছেন, এমনকী তিনি কীভাবে ছবিটা করতে চান তাও বিস্তারিত ভাবে জানিয়েছেন। তবুও ছবির প্রি-প্রোডাকশনের কাজ এখনও শুরু হয়নি। তবে, শীঘ্রই তা হতে পারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ইঙ্গিতই দিয়েছেন আমির। তিনি জানিয়েছেন এই বছরই ছবির চিত্রনাট্যের কাজ শুরু হতে পারে।
দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে, আমিরের থেকে জানতে চাওয়া হয় ২০২৫ সালে কাজের বিষয় নতুন কী নিয়ে ভাবছেন? এই প্রশ্নে অভিনেতা উত্তর দেন, ‘আমার ইচ্ছে হল আমাদের মন ছুঁয়ে যায় এমন গল্প বলা। আমার আরও একটা ইচ্ছে হল মহাভারতের উপর কাজ করা, ইচ্ছে আছে তা এই বছরই শুরু করার। এটা আমার সবচেয়ে বড় ইচ্ছেগুলির মধ্যে একটি। আমি এই বছর কাজ শুরু করার আশা করছি। এটা কিছুটা সময় নেবে কারণ এটা কেবল লিখতেই কয়েক বছর সময় লাগবে।’
আরও পড়ুন: এবার অসমবয়সী বন্ধুত্বের গল্পে বনি! ‘কেয়ার অফ এ জার্নি’ ছবির নায়িকা কে?
আমির জানান যে, তিনি এই প্রকল্পের সঙ্গে একজন প্রযোজক হিসেবে যুক্ত থাকবেন। কিন্তু তিনি এতে অভিনয় করবেন কিনা তা নিশ্চিত করেননি। ছবিটি পরিচালনা করবেন কিনা জানতে চাওয়া হলে তিনি জানান যে, তিনি এটাকে তিন বা তার বেশি ভাগে আনবেন। ছবির একটা সিরিজ তৈরি করার পরিকল্পনা রয়েছে তাঁর।
এই প্রসঙ্গে নায়ক বলেন, ‘একটা ছবিতে মহাভারতের কাহিনী বলা যাবে না। তাই, আমি একাধিক ছবির কথা ভাবছি। যদি আমাদের একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এটা পরিকল্পনা করতে হয় তবে আমাদের একাধিক পরিচালকের প্রয়োজন হতে পারে। যদি আমরা এটা একের পর এক করি, তাহলে অনেক সময় লাগবে। যেমনটা ‘লর্ড অফ দ্য রিংস’-এর ক্ষেত্রে হয়েছিল। সেখানে তারা তিনটি অংশ একসঙ্গে শুটিং করেছিল।'
মজার ব্যাপার হল, লর্ড অফ দ্য রিংস ট্রিলজির তিনটি অংশই এক সঙ্গে শ্যুটিং করা হয় ঠিকই। তবে ছবিটির পরিচালনা করেছিলেন এক জন পরিচালকই। পিটার জ্যাকসন, এই ট্রিলজিটি ফ্যান্টাসি সিনেমার তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়। বিশ্বব্যাপী ২.৯ বিলিয়ন ডলার আয় করে ছবিগুলি। পাশাপাশি ১৭টি অস্কারও জেতে।