বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে শুরু থেকেই তৈরি হয়েছে নানা বিতর্ক। এই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়কে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে। তবে সামনেই বিধানসভা নির্বাচন। সেই আবহে এই ছবি অনেকের মতেই প্রোপাগান্ডা মূলক। আর এই প্রোপাগান্ডা ছবিতে শাশ্বতর অভিনয় নিয়ে অনেকে প্রশ্ন তুলতেই অভিনেতা জানান তিনি নাকি জানতেনই না এই ছবি বাংলাকে নিয়ে। এবার তাঁর সেই অভিযোগের কড়া জবাব দিলেন বিবেক।
আরও পড়ুন: বিয়ের পর প্রথম পুজোয় কী কী বিশেষ প্ল্যান রয়েছে শ্বেতা-রুবেলের? ‘মহালয়ার দিন…’ যা বললেন তারকা দম্পতি
বিবেক ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে শাশ্বতর এমন মন্তব্যের বিরোধিতা করে বলেন, ‘আসলে ওঁকে যা বলতে বলা হয়েছে তাই বলেছেন। ভারতের অন্যতম সেরা অভিনেতা শাশ্বত। দারুণ দারুণ ছবিতে তিনি অভিনয় করেছেন। আমার ছবিতেও তিনি যেভাবে অভিনয় করেছেন, তার জন্য জাতীয় পুরস্কারও পেতে পারেন অভিনেতা।’
বিবেকের কথায়, ‘এই ছবিতে শাশ্বত মুর্শিদাবাদের এক বিধায়কের চরিত্রে অভিনয় করেছেন। পুরো ছবিটাই বাংলাকে কেন্দ্র করে। প্রচুর বাঙালি অভিনেতা এতে কাজ করেছেন। ছবির নাম বদলেছে, অনেক আগেই। এমনকী, পোস্টার মুক্তি পাওয়ার পর সবাইকে পাঠানো হয়েছিল। এখন যদি কেউ এমন মন্তব্য করে যে, তিনি জানতেন না, সেক্ষেত্রে আমার সত্যি কিছু বলার নেই। আসলে আবার বলছি, বাংলার মাটিতে শাশ্বতকে যা বলতে বলা হয়েছে, তাই বলেছেন। ওঁর কিছু করার নেই।’
আরও পড়ুন: সকাল সকাল দুঃসংবাদ! প্রয়াত আমির খানের 'থ্রি-ইডিয়ট'-খ্যাত অভিনেতা অচ্যুত পোতদার
এর আগে এই প্রসঙ্গে শাশ্বত বলেছিলেন, ‘শ্যুটিং চলাকালীন ছবির নাম ছিল ‘দ্য দিল্লি ফাইলস’। তবে কাজ শেষ হওয়ার পর আমি জানতে পারি নাম পালটে ‘দ্য বেঙ্গল ফাইলস’ রাখা হয়েছে। কিন্তু কেন নাম পালটানো হল, সেটা আমার হাতে নেই। ছবিটি না দেখা পর্যন্ত আমি বুঝতে পারব না কেন এটা ঘটেছে।’
শুধু তাই নয় এই সিনেমার বিরুদ্ধে ইতিহাস বিকৃতিরও অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে শাশ্বতর মত, ‘ইতিহাস বিকৃত হল কি না, সেটা বিচার করার দায়িত্ব আমার নয়। আমি ইতিহাসবিদ নই। আমি অভিনেতা। আমি আমার কাজটা করেছি শুধু। আজকাল এটা একটা ট্রেন্ড হয়েছে। পুরো গল্পটা অভিনেতাদের কেউ জানায় না। শুধু নিজের চরিত্রের ট্র্যাকটা বলা হয়। আমাকে যখন চরিত্রটা বলা হয়েছিল, আমি ভেবেছিলাম দারুণ একটা চরিত্র। ভিলেনের ভূমিকায় অভিনয়, খুব বেশি অভিনেতা এই সুযোগ পান না।’