অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীতের একাধিক ভিডিয়ো এদিন ভাইরাল হয়েছে। সেখানে কোথাও দেখা গিয়েছে অতিথিদের ঝলক, কোথাও আম্বানি পরিবারের পারফরমেন্স। অনন্ত রাধিকার এই বিশেষ দিনে যেন বলিউড, ক্রিকেট মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আর তেমনই একটি ভাইরাল ভিডিয়ো এদিন প্রকাশ্যে এসেছে যেখানে হবু বরকে নিয়ে জমিয়ে নাচতে দেখা গেল সলমন খান, রণবীর সিং, হার্দিক পান্ডিয়া, প্রমুখকে।
অনন্ত রাধিকার সঙ্গীতের ভাইরাল ভিডিয়ো
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীতের একটি ভিডিয়ো এদিন ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অনন্তকে নিয়ে নাচ করছেন বলিউডের দিকপাল অভিনেতারা। আছেন ভারতীয় ক্রিকেট দলের একাধিক সদস্যও।
এদিন ড্যান্স ফ্লোর জমাতে দেখা যায় রণবীর সিং, সলমন খান, হৃতিক রোশন সহ হার্দিক পান্ডিয়াকে। সঙ্গে ছিলেন ধোনি, অর্জুন কাপুর প্রমুখরাও। কখনও রণবীর, কখনও হার্দিককে ঢোলের উপর উঠে নাচতে দেখা যায়। কখনও আবার সলমনের জুম্মে কী রাত গানে নাচতে দেখা যায় সবাইকে। প্রকাশ্যে আসা মাত্রই হুহু করে বাড়ছে এই ভিডিয়োর ভিউজ এবং শেয়ার।
অনন্ত রাধিকার সঙ্গীতে ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে কী বলেছেন মুকেশ আম্বানি?
এদিন মঞ্চে উঠে মুকেশ আম্বানি বলেন 'এখানে আজ মাহিও আছে। মনে হচ্ছে আমরা যেন ২০১১ তেই ফিরে গেছি। গোটা দলকেই ধন্যবাদ কাপ আবার দেশে ফিরিয়ে আনার জন্য।'
অন্যদিকে রোহিত শর্মাকে মঞ্চে ডাকার সময় কেঁদে ফেলেন নীতা আম্বানি। সস্নেহে জড়িয়ে ধরেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে। এরপরই ডাকেন সেই সূর্যকুমার যাদবকে যাঁর একটি ক্যাচ গোটা খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। নীতা আম্বানির কথায় উঠে আসে সেই প্রসঙ্গও। বাদ যায়নি হার্দিক পান্ডিয়ার কথাও যিনি শেষ ওভারে ওই চাপের মধ্যে বল করে দেশকে জেতাতে সাহায্য করেন। এরপর সেখানে উপস্থিত সকলে লেহরা দো গানে নাচ করেন। আকাশ আম্বানিকে এদিন মঞ্চে দাঁড়িয়ে পতাকা ওড়াতে দেখা যায়। প্রসঙ্গত রোহিত, হার্দিক এবং সূর্যকুমার তিনজনেই মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য। তাই এই তিনজনকে নিয়ে তাঁরা বিশেষ ভাবে গর্বিত বলেই আম্বানি পরিবার জানায় কারণ তাঁরা মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার।