বান্ধবী জেসমিনকে বিয়ে করতে চলেছেন বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়া। ইনস্টাগ্রামে জ্যাসমিনের সঙ্গে একটি ছবি পোস্ট করে এই সুখবর শেয়ার করে নিলেন সিদ্ধার্থ। পোস্টটি তাঁর সমর্থক এবং সোশ্যাল মিডিয়া অনুসারীদের কাছ থেকে ভালোবাসা এবং শুভকামনা পেয়েছে।
সিদ্ধার্থ মালিয়া একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিয়ের সপ্তাহ শুরু হয়ে গিয়েছে’। সিদ্ধার্থের গায়ে সাদা রঙের স্যুট আর জেসমিন পরে আছেন ফ্লোরাল প্রিন্টের লং গাউন।
পোস্টটি দেখুন এখানে:-
সিদ্ধার্থ মালিয়া গত বছরের নভেম্বরে শেয়ার করেছিলেন যে তিনি হ্যালোইন ২০২৩-এ জেসমিনকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। দুটি ছবিও শেয়ার করেছিলেন। একটিতে তাঁকে হাঁটু মুড়ে বসে ডাইনির সাজে থাকা (হ্যালোইন পার্টির সাজ) জেসমিনকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে জেসমিন তাঁর বিয়ের আংটি দেখাচ্ছেন। সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, 'চিরকালের জন্য আমার সঙ্গে বাঁধা পডে গেলে। ভালবাসি। হ্যাঁ বলার জন্য ধন্যবাদ'। প্রসঙ্গত, এক সময় দীপিকা পাড়ুকোনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল সিদ্ধার্থের। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি।