দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানা। তাঁদের ডেটিংয়ের গুজব বহুদিন ধরেই শোনা যাচ্ছে। একসঙ্গে দুটি ছবিতে কাজ করেছেন তাঁরা। তাঁদের অনস্ক্রিন ও অফস্ক্রিন বন্ধুত্ব, ‘সম্পর্কের’ কথা কারোই অজানা নয়।
সম্প্রতি দুই তারকা মুম্বইতে পাপারাৎজিদের লেন্সবন্দি হন। সেই থেকেই সিনেদুনিয়ায় জল্পনা শুরু। তাহলে কি তাঁদের সম্পর্কের গুঞ্জন সত্যি? বিগত কয়েকদিন ধরেই তাঁর আগামী হিন্দি ছবি ‘লাইগার’-এর শ্যুটিংয়ের জন্য মুম্বইয়ে রয়েছেন বিজয়। অন্যদিকে, মুম্বইয়ে নতুন বাড়ি কিনেছেন রশ্মিকা। বর্তমানে তাঁদের বিয়ে ঘিরে অনুরাগী মহলে জল্পনা তুঙ্গে।
'গীত গোবিন্দম' ও 'ডিয়ার কমরেড' একসঙ্গে এই দুটি ছবিতে অভিনয় করেছেন বিজয় ও রশ্মিকা। তাঁদের দুটি ছবিই ছিল সুপারহিট। দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যায়, পর্দার রসায়ন বাস্তবে প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে। বছরের শুরুটা নাকি গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা। সেখানে বিজয়ের ভাই আনন্দও উপস্থিত ছিলেন। বিজয়ের মায়ের সঙ্গেও নাকি ভালো সম্পর্ক রশ্মিকার। এবার মুম্বইতে একসঙ্গে পাপারাৎজিদের লেন্সবন্দি।
শোনা যাচ্ছে, এই বছরের শেষেই সাত পাকে বাঁধা পড়তে পারেন রশ্মিকা ও বিজয়। নিজেদের সম্পর্ক নিয়ে যদিও এখনও পর্যন্ত মুখ খোলেননি তাঁরা। উভয় তারকাই এই মুহূর্তে তাদের কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত।
বছর ২৩-এর অভিনেত্রীকে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে রশ্মিকা বলেন, 'আমি জানি না এটা নিয়ে কী ভাবা উচিত, কারণ আমি এখনও বিয়ের জন্য খুবই ছোট। কখনও সেভাবে ভাবিনি। তবে তা সত্ত্বেও, এমন একজনের সঙ্গে থাকা প্রয়োজন যে তোমাকে সুখী করবে।' সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুই তারকা? সবটাই সময়ের অপেক্ষা।