বর্ডার-গাভাস্কার ট্রফিতে জঘন্য পারফরমেন্সের পর অস্ট্রেলিয়ার সিডনি টেস্ট থেকে নিজেই সরতে রোহিতকে নিয়ে আবেগঘন পোস্ট করেন বিদ্যা বালান। তারপরই তাঁকে যারপরনাই কটাক্ষের মুখে পড়তে হয়। অনেকেই বলতে থাকেন অভিনেত্রীকে দিয়ে নাকি রোহিত নিজের প্রচার করাতে এটা লিখিয়েছেন। এবার সেটার জবাব দিল বিদ্যা বালানের টিম।
কী লিখল বিদ্যা বালানের টিম?
রবিবার, ৫ জানুয়ারি অভিনেত্রীর PR টিমের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে এনে এসব দাবিকে নাকচ করে দেওয়া হয়। সেখানেই বলা হয়, 'বিদ্যা বালানের টুইট নিয়ে সম্প্রতি কিছু ধারণা তৈরি হয়েছিল মানুষের মধ্যে। সেখানে তিনি রোহিত শর্মার প্রতি তাঁর মুগ্ধতা প্রকাশ করেছেন। খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে শেষ টেস্ট ম্যাচ থেকে সরার জন্যই তিনি সেই মুগ্ধতা প্রকাশ করেছেন।'
এই পোস্টে আরও লেখা হয়, 'এই বিষয়ে স্পষ্ট করে দেওয়া উচিত, এই পোস্টটি বিদ্যা বালান রোহিতের নিঃস্বার্থ পদক্ষেপ দেখে মুগ্ধ হয়ে নিজেই লিখেছেন। রোহিতের PR টিমের অনুরোধে নয়। বিদ্যা বালান খেলার খুব ভক্ত নন, কিন্তু যাঁরা মাথা উঁচু করে চলেন নিজের ক্লাস বজায় রেখে তাও কঠিন পরিস্থিতিতে তিনি তাঁদের অনুরাগী। উনি যেটা করেছেন সেটা স্রেফ তাঁর মুগ্ধতা থেকে করেছেন, অন্য কিছু নয়।'
কিন্তু কী নিয়ে এই বিতর্ক?
সম্প্রতি বিদ্যা বালান রোহিতকে নিয়ে একটি টুইট করেন, খেলা থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত দেখে। সেখানে তিনি লেখেন, 'রোহিত শর্মা, কী দারুণ একজন সুপারস্টার। বিরতি নিতে সাহস লাগে। আরও অনেক সাহস, মনের জোর বাড়ুক। শ্রদ্ধা।'
ভুল ভুলাইয়া ৩ খ্যাত অভিনেত্রী এই পোস্ট করতেই অনেকেই কমেন্ট সেকশনে এসে তাঁকে কটাক্ষ করতে শুরু করেন। বলতে থাকেন যে এই টুইট নাকি প্রচারের অঙ্গ। রেডইটে তো আরও একটি পোস্ট ঘুরতে থাকে যেখানে দেখা যাচ্ছে বিদ্যা সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছেন যেটা তাঁকে দেওয়া হয়েছিল। যদিও তিনি নাকি সেটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দেন।
আরও পড়ুন: বিনোদিনীতে গিরীশ চন্দ্র ঘোষ হয়ে আসছেন কৌশিক! 'রাঙাবাবু' হয়ে রুক্মিণীর পাশে থাকবেন কে?
অন্যদিকে রোহিত শর্মা কি খেলা থেকে অবসর নিচ্ছেন? এই বিষয়ে তিনি স্টার স্পোর্টসকে জানিয়েছেন আপাতত তিনি ফর্মে নেই। কিন্তু তার মানে এটা নয় যে পাঁচ মাস পরেও একই রকম থাকবে ব্যাপারটা। ফলে তিনি যে এটা সাময়িক একটা বিরতি নিলেন সেটা বলার অপেক্ষা রাখে না।