আজ ৯ ডিসেম্বর (২০২৩), শনিবার বলউডের এই 'লাভবার্ড'-এর আজ দ্বিতীয় বিবাহবার্ষিকী। চুপিচুপি বিয়ে করায়ভিকি-ক্যাটের বিয়ের অনেক মুহূর্তই এখনও অনুরাগীদের অদেখাই রয়ে গিয়েছে। তবে তাঁদের দ্বিতীয় বিবাহ-বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে ভিকি-ক্যাটের বিয়ের এক টুকরো অদেখা মুহূর্ত শেয়ার করেছেন অনিতা শ্রফ আদাজানিয়া।
ভিকি-ক্যাটরিনার বিবাহবার্ষিকী
প্রেম করছিলেন সেটা বি-টাউনের অনেকেই জানতেন। তবে ভিকি-ক্যাটরিনার সেই প্রেম কতটা সিরিয়াস ছিল, তা নিয়ে নিশ্চিত ছিলেন না অনেকেই। তবে সকলের ভাবনায় জল ঢেলে ২০২১-এর ৯ ডিসেম্বর চুপিসারে রাজস্থানের সওয়াই মাধোপুরে রাজকীয় কায়দায় বিয়েটা সেরে ফেলেন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ। তাঁদের প্রেম পরিণতি পায়।
সেদিন ভিকি-ক্যাটরিনার আচমকা বিয়ের খবরে চমকে গিয়েছিলেন অনেকেই। কারণ, ভিকি-ক্যাট যে সত্য়িই বিয়ে করবেন এমনটা আশা করেননি অনেকেই। দুই পরিবারের উপস্থিতিতে বিয়েটা হয়েছিল। আর দেখতে দেখতে সেই বিয়ের পর একসঙ্গে ২ বছর কাটিয়েও ফেলেছেন ভিকি-ক্যাট। আজ ৯ ডিসেম্বর (২০২৩), শনিবার বলউডের এই 'লাভবার্ড'-এর আজ দ্বিতীয় বিবাহবার্ষিকী। চুপিচুপি বিয়ে করায়ভিকি-ক্যাটের বিয়ের অনেক মুহূর্তই এখনও অনুরাগীদের অদেখাই রয়ে গিয়েছে। তবে তাঁদের দ্বিতীয় বিবাহ-বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে ভিকি-ক্যাটের বিয়ের এক টুকরো অদেখা মুহূর্ত শেয়ার করেছেন পোশাক ডিজাইনার এবং স্টাইলিস্ট অনিতা শ্রফ আদাজানিয়া।
অনিতা শ্রফ আদাজানিয়ার ইনস্টাস্টোরিতে উঠে আসা ভিডিয়োতে তাঁকেও ভিকি-ক্যাটের সঙ্গে দেখা যায়। বিয়েতে সব্যসাচীর ডিজাইন করা লাল মটকা সিল্কের লেহেঙ্গা পরেছিলেন ক্যাটরিনা। পোশাকটি স্টাইলিং করেছিলেন অনিতা শ্রফ আদাজানিয়া নিজেই। ভিকি পরেছিলেন সোনালি রঙের শেরওয়ানি, একটা ম্যাচিং পাগড়ি সঙ্গে একটা সবুজ নেকপিস। ক্যাপশনে অনিতা লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী আমার প্রিয়তম (সঙ্গে হার্ট ইমোজি)। সেটা সবচেয়ে সুন্দর সময় ছিল।’