নিজের বাবার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছেন বরুণ ধাওয়ানের এক অনুরাগী। অভিনেতার কাছে সাহায্য চেয়ে টুইট করেছেন। ওই অনুরাগী অভিযোগ করেছেন, তার বাবা তাকে গালিগালাজ করেন এবং মারধর করেন, খাবার খেতে দেন না এবং অকথ্য ভাষা ব্যবহার করে হুমকি দেন। মঙ্গলবার, অভিনেতা টুইটারে সেই অনুরাগীকে উত্তরও দিয়েছেন।
বরুণ অনুরাগী টুইটে লিখেছেন, ‘শ্রদ্ধেয় স্যার, আমি আমার বাবার কাছে বহুবার মারধর ও লাঞ্ছনার শিকার হয়েছি। প্রতিদিন আমাকে এবং আমার মাকে গালাগালি করে। কয়েকদিন আমাকে খেতে দেয়নি, গালিগালাজ করে হুমকিও দেয়।’
মহিলা ভক্ত আরও অভিযোগ করেছেন, গুজরাট পুলিশকে সমস্ত প্রমাণ দেখানো সত্ত্বেও তাদের সাহায্য করতে পারেনি। তিনি কর্তৃপক্ষ এবং অভিনেতাকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেছেন। আরও পড়ুন: কিয়ারার সঙ্গে রোম্যান্স বরুণের, মুক্তি পেল ‘যুগ যুগ জিও’র নতুন গান 'রঙ্গিসারি'