Uorfi Javed Look: নেটদুনিয়ায় ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ট্রোলের মুখে পড়েন উরফি। বেশ কিছু নেটিজেন এতে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ উরফিকে ‘এলিয়েন’ বলেছেন।
নতুন আউটফিটে ট্রোলের মুখে উরফি
টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ উরফি জাভেদ। বিভিন্ন সময় পোশাকের কারণে চর্চায় থাকেন তিনি। অনেক সময় ট্রোলের মুখেও পড়েন। সর্টোরিয়াল চয়েসের কারণে বার বার শিরোনামে থাকেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। প্রতিবার যখন তিনি প্রকাশ্যে উপস্থিত হন, তাঁর পোশাক সবার দৃষ্টি আকর্ষণ করে।
নেটদুনিয়ায় ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ট্রোলের মুখে পড়েন উরফি। বেশ কিছু নেটিজেন এতে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ উরফিকে ‘এলিয়েন’ বললেও অন্যরা তাঁর জ্যাকেট নিয়ে হতাশা প্রকাশ করেছে। নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, ‘ও কীভাবে এই সমস্ত অদ্ভুত পোশাক পরে ও নিজেই জানে!’ অপর একজনের মন্তব্য, ‘কী করলে ও মানবে, ও মাহাকাশে গিয়েই মানবে, এলিয়েন কোথাকার’।