চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রায়শই লেন্সবন্দি হন জাহ্নবী কাপুর। বলিউডে কান পাতলে গুঞ্জন, গত বছরের শেষের দিন থেকে ফের একে অপরকে ডেট করছেন তাঁরা। যদিও ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখার চেষ্টা করলেও ছবি শিকারিদের হাত থেকে নিস্তার নেই তাঁদের।
বৃহস্পতিবার শিখর পাহাড়িয়ার বাড়ি থেকে বেরোতে গিয়ে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন জাহ্নবী কাপুর। এ দিন নিজের গাড়ির ভিতর খুব ক্যাজুয়াল আউটফিটে দেখা মেলে অভিনেত্রীর। যদিও ছবি শিকারিদের দেখে গাড়ির ভিতর থেকে হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেন জাহ্নবী। সেই ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ার পাতায়। আরও পড়ুন: থাই স্লিট কাট মুক্তোর পোশাকে আলিয়া, তবে পোশাকের চেয়ে বেশি নজরে পিঠের ট্যাটু
আজকাল প্রায়ই শিখরের সঙ্গে দেখা যাচ্ছে জাহ্নবীকে। দিন কয়েক আগেই চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে মুম্বই বিমানবন্দরে লেন্সবন্দি অভিনেত্রী জাহ্নবী কাপুর। পাপারাৎজ্জির সামনে অবশ্য শিখর পাহাড়িয়া এবং জাহ্নবী কাপুরের একসঙ্গে দেখা মেলেনি। শিখর যখন বিমানবন্দরে পৌঁছেছিলেন, তখন তিনি জাহ্নবী কাপুরের জন্য অপেক্ষা করেছিলেন। বিমানবন্দর টার্মিনালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে একা এসেছিলেন জাহ্নবী।
বিমানবন্দরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বগি রাইডে উঠতে দেখা যায় জাহ্নবীকে। শিখর ইতিমধ্যেই বসে ছিলেন সেখানে। তিনি জাহ্নবীর জন্য অপেক্ষা করছিলেন। কিছুদিন আগে তিরুপতি মন্দিরে পুজো দিতেও গিয়েছিলেন তাঁরা। আম্বানিদের গণেশ পুজোয় প্রতিমা বিসর্জনের সময় ‘ভাসান ডান্স’ করেছিলেন জাহ্নবী কাপুর। শুধু জাহ্নবীই নয়, বিসর্জনের শ্রীদেবী কন্যার পাশে দেখা গেল তাঁর চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়াকে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, শিখরের সঙ্গেই নাকি প্রেম করছেন জাহ্নবী। প্রসঙ্গত, শিখর পাহাড়িয়া হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি। শিখরের সঙ্গে জাহ্নবীর বন্ধুত্ব বহু পুরনো। তবে মাঝে তাঁদের ব্রেকআপ হয়ে গিয়েছিল বলেই শোনা যেত। 'ধড়ক'-এর সময় শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে জাহ্নবীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সে সম্পর্ক টেকেনি। ফের শিখরের কাছেই ফিরেছেন জাহ্নবী।