নবনীতা দাস লিখেছেন, 'কিছু মুহূর্ত যত্ন করে তোলা থাকে মনের মনি কোঠায়..যা কখনোই পুরোনো হয়না......৮ টা বছর কিভাবে কেটে গেলো সত্যি বুঝতে পারলাম না..আজকের দিনেই শুরু হয়েছিলো আমাদের এই রঙিন পথ চলা..দ্বীপ জ্বেলে যাই।
নবনীতা দাস, অভিনেত্রী
জিতু-নবনীতার বিচ্ছেদ নিয়ে জল্পনা, নানান গুঞ্জন চলছেই। শেষপর্যন্ত টলি দম্পতির মধ্যে ঠিক কী ঘটতে চলেছে, তা বুঝে উঠতে পারছেন না কেউই। তারই মাঝে সোশ্য়াল মিডিয়ার পাতায় নতুন আবেগঘন একটি পোস্ট করেছেন অভিনেত্রী নবনীতা দাস। লিখলেন, ‘আজকের দিনেই শুরু হয়েছিলো আমাদের এই রঙিন পথ চলা…’।
অবাক হচ্ছেন তো? ভাবছেন স্বামী জিতুকমলকে নিয়ে ফের আবেগতারিত হয়ে পড়েছেন নবনীতা দাস। মান-অভিমানের পালা কি তবে এবার ঘুচবে?
আজ্ঞে নাহ। নবনীতা শুরুর দিনের স্মৃতি রোমন্থন করলেও এটা জিতুকে নিয়ে নয়। নবনীতার এই আবেগ তাঁর প্রথম টেলি ধারাবাহিক নিয়ে। যেটা কিনা প্রথম তাঁকে অভিনেত্রী হিসাবে পরিচিতি দিয়েছে। মানুষের মনে জায়গা করতে সাহায্য করেছে। আর হ্য়াঁ, এটা ছিল জনপ্রিয় ধারাবাহিক 'দ্বীপ জ্বেলে যাই'। ২০১৫-র ১৩ জুলাই দিনটিতেই শুরু হয়েছিল এই ধারাবাহিক। যা প্রায় ৮ বছর আগে। আর এটা চলেছিল ২০১৭ সাল পর্যন্ত। আর তাই জীবনের প্রথম ধারাবাহিকের জন্মদিনে আবেগতাড়িত হয়ে পড়েছেন নবনীতা দাস। লিখেছেন, 'কিছু মুহূর্ত যত্ন করে তোলা থাকে মনের মনি কোঠায়..যা কখনোই পুরোনো হয়না......৮ টা বছর কিভাবে কেটে গেলো সত্যি বুঝতে পারলাম না..আজকের দিনেই শুরু হয়েছিলো আমাদের এই রঙিন পথ চলা..দ্বীপ জ্বেলে যাই।