উইকি বলছে বয়স ৪৭, তবে তাতে কী! ফিট কীভাবে থাকা যায়, তা টোটা রায়চৌধুরীকে দেখেই হয়ত শেখা যায়। তবে শুধু ফিটনেসই নয়, অভিনেতা হিসাবেও তিনি কতটা দক্ষ, তা প্রমাণ করেছেন আগেই। আবার নাচেও রয়েছে তাঁর বিশেষ দক্ষতা। বুঝিয়েছেন, অভিনেতা হিসাবে তিনি নিজে একটা প্যাকেজ। আর তাই তো আজ টলিউডের গণ্ডি ছাড়িয়ে বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সমান গ্রহণযোগ্য টোটা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শার্টলেস অবতারে সকলকে চমকে দিলেন টোটা। যদিও এই প্রথম নয়, এক আগেও বহুবার শার্টলেস অবতারে তিনি ধরা দিয়েছেন। তবে এবার এই ৪৭-এও তাঁর নির্মেদ, সুঠাম শরীর তাক লাগিয়ে দেয় বৈকি! সেই ছবি পোস্ট করে টোটা লিখেছেন, 'বার্ষিক শার্টলেস-সেলফি। শুধু শো (অফ), যে আমার কাছে এখনও আছে...... যাই হোক না কেন 'এটা আছে'!
আরও পড়ুন-‘বিদায়ের পালা..... আবার একটা পরিবারের ইতি ঘটলো!’ আবেগঘন আয়েশা, অভিনেত্রীর সঙ্গে কী ঘটেছে?