আর কিছুদিন পরই বাংলা নববর্ষ ১৪৩২। তবে নতুন বছর আসার আগেই সেই বছর হইচই নতুন কী কী চমক নিয়ে আসছে তার ঝলক প্রকাশ করল। দর্শকদের জন্য উপহারের ডালি সাজিয়ে আবারও হাজির তারা। 'গল্পের পার্বণ ১৪৩২'-এ ঘোষণা করা হল একঝাঁক ওয়েব সিরিজ ও ছবির। কোন কোন সিরিজ ও ছবি রয়েছে এই তালিকায় দেখে নিন।