অভিনেতা হিসাবে তিনি যে দুর্দান্ত তা বলাই বাহুল্য, তবে তিনি যে পরিচালক হিসাবেও অসামান্য তা জানা গেলে সম্প্রতি। ‘দ্যা মেহেতা বয়েজ’ সিনেমাটি হতে চলেছে বোমান ইরানির প্রথম পরিচালিত কোনও সিনেমা। আগামী ৭ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিয়োয় মুক্তি পাবে সিনেমাটি।
দ্য মেহতা বয়েজ গল্প
এই সিনেমাটিতে ফুটে উঠবে এক বাবা ছেলের গল্প। বাবা ছেলের জীবনের টানাপোড়েনের গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। কোনও এক কারণে ছেলের কাছে থাকতে আসেন বাবা। টানা ৪৮ ঘন্টা একসঙ্গে থাকতে বাধ্য হন তাঁরা। আপাতদৃষ্টিতে এটি ভীষণ সহজ মনে হলেও বাবার এবং ছেলের দৃষ্টিভঙ্গি আলাদা হওয়ায় সমস্যা বাড়তে থাকে। তারপর? বাবার সঙ্গে থাকার জন্য একের পর এক সমস্যায় পড়তে হয় অবিনাশকে। কেন ছেলেকে বার বার ভুল বুঝতে থাকেন বাবা? বাবা ছেলের এই দূরত্ব কি শুধু জেনারেশন গ্যাপের জন্যই, না কি আরও কোনও কারণ আছে এর পেছনে? ছেলের ও বাবার মধ্যে থাকা মান, অভিমান, রাগ, ভালোবাসার এক আবেগতাড়িত গল্প দেখা যাবে এই সিনেমায়।
সিনেমার ট্রেলার
সিনেমা ট্রেলারে দেখানো হয়েছে অবিনাশ (অবিনাশ তিওয়ারি) নামের একটি চরিত্র তার বৃদ্ধ বাবাকে নিয়ে প্রথমবার তার বাড়িতে থাকতে এসেছে। বিল্ডিং-এর একেবারে ওপরের ফ্ল্যাটে থাকে অবিনাশ। ঘরে ঢুকতেই লাইট জ্বালানো নিয়ে শুরু হয় সমস্যা। এরপর একের পর এক সমস্যা বাড়তে থাকে বাবা ছেলের মধ্যে। কে বিছানায় ঘুমাবে, কে গাড়ি চালাবে, এই সব কিছুর মধ্যে পিষতে থাকে সম্পর্কটা। একজন বাবা বয়স হয়ে গেলে যে শিশুর মতো আচরণ করে তা বুঝতে বুঝতে অনেকটাই দেরি হয়ে যায় ছেলের। শেষে বাবা ছেলের এই জটিল সম্পর্কের সমীকরণ কী সহজ হবে? বাবা ছেলের না বলা ভালোবাসার এক দুর্দান্ত গল্প আপনি দেখতে পাবেন এই সিনেমায়।
আগামী ৭ ফেব্রুয়ারি সিনেমাটি OTT প্লাটফর্মে মুক্তি পেলেও ইতিমধ্যেই একাডেমী পুরস্কারে পুরস্কৃত হয়েছে সিনেমাটি। শুধু তাই নয়, গত বছর সেপ্টেম্বর মাসে ১৫তম শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম এই সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল, যেখানে সেরা ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিল সিনেমাটি।
আরও পড়ুন: চলতি বছরেই বাগদান সারছেন আয়েন্দ্রী-নীলাঙ্কুর! সাতপাকে বাঁধা পড়ছেন কবে?
প্রসঙ্গত, বোমান ইরানি পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন বোমান ইরানি, দানেশ ইরানি, ভিকেশ ইরানি, সুজাত সওদাগর। চকবোর্ড ইন্টারটেনমেন্ট এলএলপির সহযোগিতায় ইরানি মুভিটোন এলএলপির ব্যানারে সিনেমাটি তৈরি হয়েছে।