
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
তামান্না ভাটিয়া, দক্ষিণের এই অভিনেত্রীর সঙ্গে নতুন করে পরিচয় করানোর কিছুই নেই। তবে শুধু দক্ষিণ নয়, বলিউডেও সমান পরিচিত তামান্না। তামিল, তেলুগু, হিন্দি সহ বহু ছবিতে অভিনয় করেছেন তামান্না। মাত্র সাড়ে ১৩ বছর বয়সে কেরিয়ার শুরু করেছিলেন তামান্না ভাটিয়া। ২০০৫ সালে 'চান্দসা রোশন চেহরা' ছবিতে প্রথমবার দেখা যায় তামান্নাকে। তারপর একের পর এক ছবিতে অভিনয় করেছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তামান্না ভাটিয়ার একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটি ২০০৪-২০০৫ সালের। তখন তামান্না ভাটিয়ে সবে কেরিয়ার শুরু করছেন। ভিডিয়োতে তামান্নাকে বলতে শোনা যায়, ‘আমি এখন স্কুলে পড়ি। আমি দশম শ্রেণীতে পড়ি। আমি ২০০৫ সালে সই করি তখন আমার বয়স ছিল মাত্র সাড়ে ১৩ বছর। আমি ২০০৫ সালে দশম শ্রেণির পরীক্ষা দেব। এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন আমি এখন দশম শ্রেণির পড়া শেষ করব।’ তামান্নার এই ভিডিয়োটি অবশ্য বেশ পুরনো। সম্প্রতি নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো অভিনেত্রীর অনুরাগীরা ভাইরাল করেছেন।
আরও পড়ুন-'মাকে হারিয়েছি, দেখা করতে টাইম ট্রাভেল করতে চাই', ১১ বছরের প্রতিযোগীর কথায় বাকরুদ্ধ Big B
আরও পড়ুন-বচ্চন বাড়ির সঙ্গে সম্পর্কে ফাটল! বাপের বাড়িতে মায়ের সঙ্গেই রয়েছেন ঐশ্বর্য
যদিও তামান্নার এই ভিডিয়ো দেখে তাঁর বয়স যে সাড়ে ১৩ বছর, একথা বিশ্বাস করেননি নেটপাড়ার অনেকেই। একদন লিখেছেন, ‘তামান্নার এই ভিডিয়ো দেখে মনে হচ্ছে ওর বয়স ২০-২১, ওকে মোটেও কিশোরী মনে হচ্ছে না।’ আরও একজন লিখেছেন, ‘আামার মনে হচ্ছে, এটা তামান্নার ২১ বছরের ভিডিয়ো।’ কেউ আবার তাঁকে চিনতে না পেরে প্রশ্ন করেছেন, ‘আমিই কি একমাত্র ব্যক্তি, যিনি ওকে চিনতে পারছি না!’ কারোর কথায়, ‘১৫-১৬ বছর বয়সে কারোর এত ম্যাচিওর গলার স্বর হয়! বিশ্বাসযোগ্য নয়।’ কারোর কটাক্ষ, ‘মাই গড। ইনিই সর্বকনিষ্ঠ তামান্না!’ একজন ব্যক্তি লিখেছেন, ‘এটা বিশ্রী! অভিনেত্রীরা বয়স নিয়ে মিথ্যে বলেন। তামান্নাও তাই বলছেন।’
প্রসঙ্গত, এই মুহূর্তে অভিনেতা বিজয় বর্মার সঙ্গে সম্পর্কের কারণে খবরের শিরোনামে রয়েছেন তামান্না।
৳7,777 IPL 2025 Sports Bonus