জিৎ-স্বস্তিকার সম্পর্ক এক সময় টলিপাড়ায় ছিল ওপেন সিক্রেট। যদিও প্রেম নিয়ে প্রকাশ্যে কোনওদিন কথা বলেননি তাঁরা। সেসময় শোনা যেত বিবাহ-বিচ্ছিন্না, এক সন্তানের মা স্বস্তিকাকে মন দিয়েছিলেন সুপারস্টার জিৎ! স্বস্তিকা তখন এতটাও জনপ্রিয়তার শীর্ষে ছিলেন না। আজ যদিও তিনি নিজের যোগ্যতায় সুপ্রতিষ্ঠিত, জনপ্রিয়ও বটে। যদিও সেসবই এখন বহু অতীত।
তবে গত বছর ৩০শে নভেম্বর সুপারস্টার জিৎ-এর জন্মদিনে ‘প্রথম প্রেম’ নিয়ে প্রকাশ্যেই কথা বলেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেদিন জিতের জন্য ফেসবুকের পাতায় যেন খোলা চিঠিতে স্বস্তিকা লেখেন, ‘জীবনের প্রথম প্রেমের আজ জন্মদিন ছিল/আছে। ১২টা বেজে গেল। কিন্তু হিন্দু মতে সূর্যোদয় অব্দি সময় থাকে। সূর্যোদয় না হওয়া অব্দি আজ ৩০শে নভেম্বর। শুভ জন্মদিন প্রেম! সব যায়, স্মৃতিটুকু রয়ে যায়।’
আর ১৭ মার্চ, ২০২৫, ফিল্মফেয়ার বাংলা অ্যওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিৎ ও স্বস্তিকা দুজনেই। সেদিন ওম্যান অফ স্টাইল অ্যান্ড সাবস্ট্যানস অ্যাওয়ার্ড পেয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আর জিৎ পেয়েছেন, মোস্ট স্টাইলিশ স্টার অ্যাওয়ার্ড। সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই ফের একবার মুখোমুখি হয়ে একান্তে খানিক্ষণ কথা বলতে দেখা যায় স্বস্তিকা ও জিৎকে। সেই মুহূর্তটি উঠে এসেছে ফিল্মফেয়ার-এর ইনস্টাগ্রামে। কিন্তু কী কথা হচ্ছিল এই দুই প্রাক্তনের?