এই মুহূর্তে জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে আরাত্রিকা এবং শ্রুতির অভিনয় দেখে রীতিমতো মুগ্ধ সকলে। সম্প্রতি এই ধারাবাহিকের সর্বশেষ পর্ব দেখে অভিভূত পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। স্ত্রীর পাশাপাশি আরাত্রিকার অভিনয় নিয়েও প্রশংসায় পঞ্চমুখ হন তিনি।
এই মুহূর্তে জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে দেখানো হচ্ছে, উজি ও নিশার বাবা নিশার বিয়ের দিনেই মারা যান। সময় মত টাকা জোগাড় না করতে পারায় সকলের অপমানের শিকার হন তিনি। বিধ্বস্ত অবস্থায় বিয়ের মন্ডপেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
বাবার মৃত্যুর পর একদিকে যেমন ছোট মেয়ে দুঃখে স্তব্ধ হয়ে যায় তেমন অন্যদিকে বড় মেয়ে বিহ্বল অবস্থায় উদ্ভ্রান্ত হয়ে সকলকে টাকা দিতে থাকে। বাবার মৃতদেহের পাশে বসেই মাংস খেতে শুরু করে সে। বারবার বলতে থাকে, টাকাই সব।
শ্রুতি এবং আরাত্রিকার অসম্ভব সুন্দর অভিনয় দেখে মুগ্ধ স্বর্ণেন্দু সমাদ্দার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, ‘শ্রুতি এবং আরাত্রিকা তোমরা অভিনয় জগতের অমূল্য সম্পদ। নিজেদের যত্নে রেখো!! বাংলা সিরিয়ালের সবাই খুব ভালো অভিনয় করছেন, কিন্তু আমার বলতে দ্বিধা নেই তোমরা যে জায়গাটা ছুঁয়ে যাচ্ছ সেটার জন্য তাপস লাগে!! তপস্যা করে যাও, তোমাদের শুটিংয়ের জায়গায় গিয়ে প্রতিটি সদস্যের জন্য হাততালি দেওয়ার অপেক্ষায় রইলাম।’
স্বর্ণেন্দুর পোস্টে কমেন্ট করেন আরাত্রিকা লেখেন, ‘দাদা তোমাকে আমার প্রণাম।’ স্বর্ণেন্দুর স্ত্রী স্বামীকে ‘স্যার’ বলে সম্বোধন করে লেখেন, ‘থ্যাঙ্ক ইউ স্যার।’ এছাড়াও বহু নেটিজেন স্বর্ণেন্দুর পোস্টে কমেন্ট করে শ্রুতি এবং আরাত্রিকার অসম্ভব সুন্দর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হন। গতকালের পর্ব দেখে যে সবাই কেঁদেছেন, সে কথাও জানাতে ভোলেন নি তাঁরা।
একজন লিখেছেন, ‘কাল শ্রুতিদি যা অভিনয় করেছে তা বলে বোঝানো যাবে না। আমি নিজেও চোখের জল ধরে রাখতে পারিনি।’ অন্য একজন লিখেছেন, ‘শ্রুতির আগুন ভরা চোখ এবং আর আরত্রিকার শান্ত জেদি চোখ, দুজনের এই অনবদ্য যুগলবন্দী সত্যিই মুগ্ধ করল।’
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
প্রসঙ্গত, শ্রুতি শুধু ধারাবাহিক নয় বড় পর্দা এবং ওয়েব সিরিজেও একইভাবে অভিনয় করেছেন। অন্যদিকে আরাত্রিকাও ছোট পর্দার গুন্ডি পেরিয়ে পদার্পণ করেছেন বড় পর্দায়। সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গ নাম রে’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে আরাত্রিকাকে।