সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও এসভিএন ভাট্টির ভিডিশন বেঞ্চ বলে, তাঁরা বোম্বে হাইকোর্টের আদেশের উপর হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। এদিন সুপ্রিম কোর্ট ফয়েজ আনোয়ার কুরেশির এই আবেদন খারিজ করে বলে ‘আপনি এমন আবেদন করবেন না। এত সংকীর্ণ মনোভাব পোষণ করবেন না।’
সুপ্রিম কোর্ট
ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ করা বা অনুষ্ঠান করার উপর অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে। তবে ভারতে পাক শিল্পীদের কাজ করা বা অনুষ্ঠান করা নিষিদ্ধ করা যাবে না। সাফ জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। সঙ্গে সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছেন, ‘এমন সংকীর্ণ মানসিকতা ঠিক নয়।’
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও এসভিএন ভাট্টির ভিডিশন বেঞ্চ বলে, তাঁরা বোম্বে হাইকোর্টের আদেশের উপর হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। এর আগে সিনেমাকর্মী ও শিল্পী বলে নিজেকে দাবি জানিয়ে ফয়েজ আনোয়ার কুরেশি এই একই আবেদন বোম্বে হাইকোর্টেও জানিয়েছিলেন। সেসময় বোম্বে হাইকোর্টও তাঁর আবেদন খারিজ করে দিয়েছিল। এদিন সুপ্রিম কোর্ট ফয়েজ আনোয়ার কুরেশির এই আবেদন খারিজ করে বলে ‘আপনি এমন আবেদন করবেন না। এত সংকীর্ণ মনোভাব পোষণ করবেন না।’
আবেদনকারী তাঁর পিটিশনে আবেদন করেছিল, শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে এমন নির্দেশ দিক যাতে কোনও ভারতীয় নাগরিক, কোম্পানি, ফার্ম এবং সংগঠনগুলিকে কোনও পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কোনও কাজ বা কোনও পরিষেবা দেওয়া-নেওয়ার চুক্তিতে আবদ্ধ না হয়। বিশেষত পাকিস্তানের সিনেমা কর্মী, গায়ক, সুরকার, গীতিকার এবং প্রযুক্তিবিদদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেছিলেন তিনি।