সম্প্রতি মাতৃহারা হয়েছেন জ্যাকলিন। মায়ের স্মৃতি আগলে যখন দিন কাটাচ্ছেন তিনি, ঠিক তখনই জেলের ভেতরে থাকা তাঁর প্রেমিক সুকেশ চন্দ্রশেখর জ্যাকলিনের উদ্দেশ্যে পাঠালেন একটি চিঠি। উপহার হিসেবে পাঠালেন বালির লিলি এবং টিউলিপ বাগান।
সম্প্রতি ইস্টার উপলক্ষে সুকেশ জেলের ভেতর থেকে জ্যাকলিনকে পাঠিয়েছেন একটি চিঠি। চিঠিতে জ্যাকলিনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুকেশ। প্রেমিকার মুখে হাসি ফোটানোর জন্য আস্ত একটি লিলি এবং টিউলিপ বাগান উপহার দেওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন: ২ লক্ষ টাকার ‘সুপারি’, সলমনের পর প্রাণনাশের হুমকি টাইগারকে, পুলিশের হাতে পড়ল ধরাও
চিঠিতে সুকেশ লিখেছেন, ‘আমি জানি তুমি এখন কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছো। তবে তোমার থেকেও বেশি যন্ত্রণা আমার, কারণ খুব অল্প সময়ের জন্য হলেও তোমার মায়ের খুব কাছের মানুষ ছিলাম আমি। এই মৃত্যু কষ্ট সহ্য করা কঠিন। তোমার মায়ের শেষ সময় আমি থাকতে পারলাম না, এটি সত্যি কষ্টের।’
সুকেশ আরও লেখেন, 'আমি তোমাকে একটি লিলি এবং টিউলিপ বাগান উপহার দিলাম। বালিতে অবস্থিত এই দুটি বাগান তোমার মায়ের জন্য উৎসর্গ করলাম। এই বাগান দুটির নাম দেওয়া হয়েছে জ্যাকলিন ফার্নান্দেজের মালিকাধীন কিম'স গার্ডেন।'
আরও পড়ুন: রাগী বিক্রম থেকে ভীতু অনির্বাণ, ‘মৃগয়া’-র ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন ঋত্বিক
আরও পড়ুন: আত্মহত্যা করলেন ‘তারক মেহেতা’ খ্যাত অভিনেতা, মানসিক অবসাদ নাকি অন্য কিছু?
জ্যাকলিনের উদ্দেশ্যে সুকেশ লেখেন, ‘আমি জানি তোমার মা আমাকে ঘৃণা করতেন না। আমি নিশ্চিত তোমার মা আমাদের কন্যার রূপে পুনর্জন্ম নেবেন। মন থেকে শক্ত হও। সবসময় মনে রাখবে মা তোমার সঙ্গেই রয়েছেন। বাবার খেয়াল রেখো। আমি চাই বাবার সঙ্গে তুমি আমার উপহার দেওয়া টিউলিপ বাগান ঘুরে এসো, আমি নিশ্চিত সেখানে তুমি তোমার মায়ের উপস্থিতি অনুভব করতে পারবে।’