
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কদিন আগেই সুদীপা চট্টোপাধ্যায় নিজের ইউটিউব চ্যানেলে শুরু করেছেন, নিজস্ব কুকিং শো সুদীপার সংসার। সেখানে এপার ওপার বাংলার খাবারের স্বাদ ও রান্নার পদ্ধতি তুলে ধরবেন তিনি। আর সেই কাজে ইদের আগে গিয়েছিলেন বাংলাদেশেও। আর তখনই ইদ স্পেশাল একটি এপিসোডের জন্য তাঁকে দেখা গেল পড়শি দেশের একটি চ্যানেলে অংশ নিতে, যেখানে রান্না হয় গোরুর মাংসের কোফতা।
আর সেই ভিডিয়োর ঝলক ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় উঠল তুমুল রোষ। দেখা যাচ্ছে, সেই রান্না-র শো-এর হোস্ট, বাংলাদেশি মহিলা বলছেন, ‘তুমি যখন গেস্ট, আমি হোস্ট হিসেবে তোমায় রান্না করে খাওয়াব, তোমার উপলেক্ষে দর্শকদের রান্না করে দেখাব গোরুর মাংসের কোফতা।’
যদিও এই এপিসোডটি নিজের ইউটিউব চ্যানেলে ছাড়েননি সুদীপ্তা। বাংলাদেশে এটার সম্প্রচার হয়। তবে তাতে মোটেও সন্তুষ্ট নন নেটিজেনরা। একজন হিন্দু হয়ে গোরুর মাংসকে প্রোমোট করায় পড়লেন প্রবল রোষের মুখে।
একজন কমেন্টে লিখলেন, ‘ওঁর বাড়িতে আবার নাকি মা দুর্গার পুজো হয়। ছিঃ।’ দ্বিতীয়জন লেখেন, ‘এই মহিলা এখন গোরুর মাংস প্রোমোট করছে। আর কত নামবে নীচে।’ তৃতীয় জন লিখলেন, ‘এই মহিলাকে এর আগে তুলসী পাতা দিয়ে খাসির মাংস রান্না করতেও দেখেছিলাম।’
টুইটারে শুভম নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘বাঙালি উপস্থাপক সুদীপা চট্টোপাধ্যায় একটি বাংলাদেশ ভিত্তিক চ্যানেলের সঙ্গে সহযোগিতায় বিফ (গোরুর মাংসের) প্রচার করছেন। সুদীপা তৃণমূল মন্ত্রী বাবুল সুপ্রিয়র ঘনিষ্ঠ বন্ধু এবং পরিচিত টিএমসি সমর্থক। নীচে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ছবি সংযুক্ত করা হচ্ছে।’
প্রসঙ্গত, এর আগে দীর্ঘ ৯ বছর সুদীপা সামলেছিলেন জি বাংলার রান্নাঘর-এর দায়িত্ব। এরপর সেই রান্নার শোটি বন্ধ করে জি বাংলা নিয়ে আসে নতুন একটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’। কিন্তু পরবর্তীতে সেটিও টিআরপি না পেলে, ফের কুকিং শো ফিরিয়ে আনে এই বাংলা চ্যানেল। তবে এবারে আর ডাকা হয়নি সুদীপাকে। বরং সেই জায়গায়, টলি কাপল গৌরব ও ঋদ্ধিমা আসেন সঞ্চালনার দায়িত্বে। যা নিয়ে দুঃখ প্রকাশ করতে দেখা গিয়েছিল সুদীপাকে। তারপরই নিজের ইউটিউব চ্যানেলে কুকিং শো খোলার সিদ্ধান্ত নিয়ে ফেলেন সুদীপা। জামাইষষ্ঠীর সময় থেকেই শুরু হয়েছে সম্প্রচার।
তবে ‘রাঁধুনী এপার ওপারের রান্না’ ইউটিউব চ্যানেলে গিয়ে দেখলে গোটা এপিসোডটি পাওয়া যাবে। সেখানে কিন্তু টলিউডের অভিনেত্রী নিজের হাতে বানান কলকাতা স্টাইল গন্ধরাজ শামি কাবাব। সেখানে তিনি খাঁসির মাংসই ব্যবহার করেন। পুরো পর্বে একবারও সুদীপাকে কোথাও গোরুর মাংসের কোফতা মুখে দিতে দেখা যায়নি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports