
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্রীতি জিন্টার প্রেমিককে বিয়ে করায় জুটেছিল প্রেমিক ছিনতাইবাজ তকমা। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী সুচিত্রা পিল্লাই। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তিনি প্রেমিক ছিনতাইবাজের তকমা নিতে রাজি নন। একই সঙ্গে জানালেন প্রীতির সঙ্গে লার্স কেজেল্ডসনের বিচ্ছেদ হওয়ার বহুদিন পর তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।
সুচিত্রা পিল্লাই সম্প্রতি সিদ্ধার্থ কান্ননের মুখোমুখি হয়েছিলেন। তাঁকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানালেন প্রীতি একটা সময় তাঁর দিল চাহতা হ্যায় ছবির সহ অভিনেতার সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন। তারপর তাঁদের বিচ্ছেদ হয়। কিন্তু সেই কারণ সুচিত্রা ছিলেন না। প্রসঙ্গত সুচিত্রা পিল্লাইকে শেষবার ব্রোকেন নিউজের দ্বিতীয় সিজনে দেখা গিয়েছে।
আরও পড়ুন: মালতি নয়, ভুল করে মাদার্স ডে-তে অন্য শিশুর সঙ্গে ছবি পোস্ট প্রিয়াঙ্কার, তারপর...?
আরও পড়ুন: গলার হাড় ঠিকরে বেরিয়ে এসেছে, চুল কেটে সম্পূর্ণ ন্যাড়া হয়ে গিয়েছেন, হঠাৎ কী হল উরফির?
প্রীতির সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরই যখন লার্সের সঙ্গে সুচিত্রার সম্পর্ক গড়ে ওঠে তাঁকে প্রেমিক ছিনতাইবাজের তকমা দেওয়া হয়। এই বিষয়ে তিনি এদিন বলেন, 'না, ব্যাপারটা তেমন ছিল না। প্রীতি আর আমি কখনই বন্ধু ছিলাম না। তবে আমাদের একাধিক কমন ফ্রেন্ড ছিল। আমার আগে লার্স আর প্রীতির কিছুদিনের জন্য সম্পর্ক ছিল। কিন্তু ওদের যখন বিচ্ছেদ হয় তখনও আমার সঙ্গে লার্সের আলাপ হয়নি। এটাই সত্যি। আমি ওদের মধ্যে আসিনি। ওরা সম্পূর্ণ অন্য একটি কারণের জন্য আলাদা হয়ে গিয়েছিল।'
একই সঙ্গে তাঁকে যে সকলে প্রীতি আর লার্সের বিচ্ছেদের কারণ বলে ভাবত সেটাকে বড়সড় ভুল বোঝাবুঝি বলেও ব্যাখ্যা করেন। সুচিত্রার কথায়, 'ওটা আমার জন্য হয়নি। আমি ইংল্যান্ড থেকে ফেরার আগে ওদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল। তাও আমাকে প্রেমিক ছিনতাইবাজ বলা হতো। একাধিক ম্যাগাজিনে আমায় নিয়ে এসব লেখা হয়েছিল।'
আরও পড়ুন: 'কী বলব ভেবে পাচ্ছি না...' কেশপুরে গিয়ে শোকপ্রকাশ করতেই স্থানীয়দের কাছে ট্রোল্ড হিরণ, দেখুন ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন: শিলাজিতের স্মৃতি জুড়ে কেবলই মিঠুনের নকশাল আন্দোলনের কথা, বললেন, 'বোমা হাতে দৌড়াতে দেখেছি...'
প্রসঙ্গত সুচিত্রা পিল্লাই এবং লার্স ২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের একটি মেয়েও আছে। অন্যদিকে প্রীতি জিন গুডএনাফকে বিয়ে করেন। তাঁদের সংসারে ২০২১ সালে দুই যমজ সন্তান আসে। তাঁদের সন্তানের নাম জিয়া এবং জয়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports