
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মিঠুন চক্রবর্তী আজ অনেকের কাছেই আবেগের অপর নাম। তাঁর অভিনয়ের দক্ষতায় বারবার মুগ্ধ করেছেন তিনি সকলকে। তবে যাঁরা তাঁকে কাছ থেকে দেখেছেন তাঁদের কাছে তিনি ভীষণই আপনারজন। এই যেমন শিলাজিৎ মজুমদার। শিলাজিৎ এবং মিঠুন চক্রবর্তী একই পাড়ায় আলাদা সময় বড় হয়ে উঠেছেন। তাঁদের দুজনেরই বাড়ি জোড়াবাগানে। মিঠুন চক্রবর্তীর মাকে গায়ক শান্তি দিদা বলে ডাকতেন। এবং তাঁর কথায় উঠে এল মিঠুন চক্রবর্তীর নকশাল রাজনীতির কথা।
মিঠুন চক্রবর্তী এখন পদ্ম শিবিরের অনুগামী। তবে একটা সময় তিনি নকশাল আন্দোলনের কর্মী ছিলেন। তারপর তিনি একটা সময় তৃণমূল কংগ্রেসেও যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। কিন্তু সেখানেও তিনি বেশিদিন থাকেননি। ২০১৯ সালের লোকসভা ভোটের সময় যোগ দেন বিজেপিতে। এখন হামেশাই রাজ্যের বিভিন্ন প্রান্তে দলের হয়ে প্রচার করছেন তিনি। এরই ফাঁকে তাঁর নকশাল আন্দোলন নিয়ে স্মৃতিচারণ করলেন শিলাজিৎ।
আরও পড়ুন: লাজলজ্জা ভুলে পাপারাৎজ্জিদের সামনেই সইফকে জাপটে ধরে চুমু করিনার! কাণ্ড দেখে কী বলছে নেটদুনিয়া?
শিলাজিৎ সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি তাঁর গৌরাঙ্গ কাকু অর্থাৎ মিঠুন চক্রবর্তীকে একবার বোমা হাতে দৌড়াতে দেখেছেন। সেই প্রসঙ্গে তিনি এদিন বলেন, 'আমাদের উত্তর কলকাতার বাড়িতে একটা ছোট বারান্দা ছিল। সেখানেই আমি দাঁড়িয়ে দেখতাম গৌরাঙ্গ কাকু হাতে বোমা নিয়ে দৌড়াচ্ছে। তখন আমার বয়স কত হবে? ৫ বছর। কিন্তু সেই কথা এখনও মনে আছে। বড় হয়ে তাঁকেই দেখলাম টিভিতে খলনায়ক পেটাচ্ছে।'
একই পাড়ায় থাকার সুবাদে মিঠুন চক্রবর্তীকে তিনি গৌরাঙ্গ কাকু বলে ডাকতেন। এবং তাঁর মাকে শান্তি দিদা।
আরও পড়ুন: ভাইকে শাস্তি দিতে মুখোশ খুলল পরাগ, কার কাছে কই মনের কথায় শিমুলের জীবনে আসছে কোন নতুন মোড়?
প্রসঙ্গত শিলাজিৎ মজুমদারকে আগামীতে অযোগ্য ছবিতে দেখা যাবে। ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জুটির এটি ৫০ তম ছবি হতে চলেছে। আগামী ৭ জুন মুক্তি পাবে সেই ছবিটি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports