দেখতে দেখতে ৫-এ পা। আজ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম সন্তান ইউভান চক্রবর্তীর জন্মদিন। ২০২০ সালের ১২ই সেপ্টেম্বর জন্ম হয়েছিল টলিপাড়ার এই স্টারকিডের। টলিপাড়ার সবথেকে বেশি চর্চিত খুদে সে। নিত্যদিনই চর্চায় থাকে রাজ-শুভশ্রী পুত্র। জন্ম মুহূর্ত থেকে শুরু করে স্কুলে যাওয়া, ইউভান প্রতিদিন কখন ঠিক কী করছে, তা নিয়ে নেটপাড়ার আগ্রহের অন্ত নেই। তবে এবারে তাঁর জন্মদিন আরও বিশেষ হয়ে উঠল তাঁর বোন ইয়ালিনির জন্য। ভাবছেন কীভাবে?
আরও পড়ুন: মাত্র ৩০০ টাকা বেতনে দিল্লীতে কাজ করতেন ফারহার সহকারী দিলীপ! পরিচালক তাঁকে কত বেতন দেয় জানেন?
আসলে আজ মুখে এখন আধো আধো বুলি ফুটেছে রাজকন্যার। মা শুভশ্রী এখন মাঝে মাঝেই তাঁর মিষ্টি সব ভিডিয়ো ভাগ করে নেন স্যোশাল মিডিয়ায়। সেখানে কখনও তাঁকে মিষ্টি করে তাঁর নিজের নাম বলতে সোনা যায় আবার কখনও পদবী চক্রবর্তীর জায়গায় বলে বসে 'চপিটি'। মা শুভশ্রীর পদবীও বাদ যায় না। একরত্তি বুলিতে তা 'গাঙ্গুলি' থেকে 'ডানঙ্গুলি' হয়ে যায়। আর এবার সেই আধো আধো স্বরেই দাদা ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানালো খুদে।
শুভশ্রীর একটি ফ্যান ক্লাব 'শুভশ্রী গাঙ্গুলি ফ্যান ক্লাব হাওড়া'-এর পক্ষ থেকে একটি মিষ্টি ভিডিয়ো ইনস্টাগ্রামে ভাগ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ভাই বোন পাশাপাশি। বার্থ ডে বয় ইউভানের পরনে সাদা টি শার্ট ও কালো হাফ প্যান্ট। পায়ে সাদা মোজা ও নেভি ব্লু রঙের বুট। অন্যদিকে, ছোট্ট ইয়ালিনিও দাদার মতোই পোশাক পরে। কালো হাফ প্যান্ট, সাদা টি শার্ট, তবে তার পায়েও সাদা মোজা তবে সঙ্গে সাদা বুট পরেছে সে।
টলমল পায়ে হাটছে একরত্তি আর তার হাত শক্ত করে ধরে দাদা, যাতে বোন কোনও ভাবে পড়ে না যায়। তাঁকে ক্যামেরার পিছন দিক থেকে মা বলে ওঠে দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে হ্যাপি বার্থ ডে বলার জন্য। সেও তাঁর ভাষায় দাদাকে শুভেচ্ছা জানায়। যদিও হ্যাপি ছাড়া বাকি কিছুই খুব একটা বোঝা যায়নি। তবে শুনে যতটুকু বোঝা যায় তা হল 'হ্যাপি উই দাদা'। তাদের এই মিষ্টি ভিডিয়ো প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা।
করোনাকালেই অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর ভাগ করে নিয়েছিলেন রাজ-শুভশ্রী। বিয়ের দু-বছর পর মা হন নায়িকা। ইউভান তিন পূর্ণ করতেই ফের সন্তানের পরিকল্পনা ছিল দুজনের। সেইমতোই ২০২৩ সালের নভেম্বর জন্ম হয় ইয়ালিনির। ছেলেমেয়ে নিয়ে ভরা সংসার শুভশ্রীর। তবে কেরিয়ার আর সংসার দুটোই সমানতালে সামলাচ্ছেন নায়িকা।