বাংলা নিউজ > বায়োস্কোপ > Subhashree-Raj-Abir: একরত্তি ইয়ালিনিকে ফেলে কাজে মন শুভশ্রীর, আবির-রাজের সঙ্গে শুরু বাবলির প্রস্তুতি
Subhashree-Raj-Abir: একরত্তি ইয়ালিনিকে ফেলে কাজে মন শুভশ্রীর, আবির-রাজের সঙ্গে শুরু বাবলির প্রস্তুতি
1 মিনিটে পড়ুন Updated: 11 Jan 2024, 10:22 AM ISTSubhasmita Kanji
Subhashree-Raj-Abir: শীঘ্রই আসতে চলেছে নতুন বাংলা ছবি বাবলি। রাজ চক্রবর্তীর পরিচালনায় এই ছবিতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
আবির-রাজের সঙ্গে শুভশ্রী শুরু করলেন বাবলির প্রস্তুতি
সাহিত্য অবলম্বনে আরও একটি ছবি আসতে চলেছে টলিউডে। বুদ্ধদেব গুহর লেখা জনপ্রিয় উপন্যাস বাবলি এবার দেখা যাবে বড় পর্দায়। রাজ চক্রবর্তীর পরিচালনায় তৈরি হবে ছবিটি মুখ্য ভূমিকায় থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং আবির চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই সেই ছবির তোড়জোড় শুরু হয়ে গেল।
বাবলি ছবির প্রস্তুতি
শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে একাধিক ছবি পোস্ট করেন। সেখানেই দেখা যায় যে তাঁদের আগামী ছবি বাবলির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শীঘ্রই যে এই ছবির কাজ শুরু হবে সেটা বলাই বাহুল্য।
গত বছরের ডিসেম্বরে সবেই দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর এবং রাজ চক্রবর্তীর সংসারে এসেছে ছোট্ট ইয়ালিনি। একরত্তি মেয়েকে রেখে ইতিমধ্যেই কাজে ফিরে গিয়েছেন অভিনেত্রী। হয়েছে বাবলি ছবির লুক টেস্টও। এবার পালা প্রস্তুতির।
এদিন শুভশ্রী যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে টেবিলে স্ক্রিপ্ট রাখা, আর টেবিলের উল্টো দিকে বসে আছেন খোদ পরিচালক। তিনি মন দিয়ে কিছু একটা বোঝাচ্ছেন। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে একটি ঘরে রাজ, শুভশ্রী এবং আবির বসে আছেন। কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছেন। শুভশ্রীর পরনে সাদা পোশাক। অন্যদিকে আবির পরে আছেন শেওলা রঙের একটি টিশার্ট এবং হুডি। রাজের পরনে সাদা শার্ট এবং জিন্স। এই ছবিগুলো পোস্ট করে শুভশ্রী হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন বাবলির প্রস্তুতি।
শুভশ্রীর ইনস্টা স্টোরি
কিছুদিন আগেই নতুন বছরের ঠিক শুরুতেই রাজের প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হল, ‘১০ বছর পর আবারও একসঙ্গে ফিরছেন রাজ ও আবির। আর এবারই প্রথমবার জুটি বাঁধছেন আবির-শুভশ্রী।’ রাজ লিখেছেন, ‘২০২৪ এর সবথেকে বড়ো চমক বুদ্ধদেব গুহ-র উপন্যাস অবলম্বনে আসছে ভালোবাসার ছবি বাবলি’।