সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ ছবিটি ২০২৪ সালের অন্যতম একটি সেরা ছবি ছিল। পরিচালক মৃণাল সেনের জীবনকে কেন্দ্র করে তৈরি হওয়া এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ১৫ আগস্ট। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন চঞ্চল রায় চৌধুরী।
বাংলাদেশের অভিনেতা চঞ্চল মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করে যেন পরিচালককে জীবন্ত করে তুলেছিলেন সিনেমার পর্দায়। ছবিটি শুধু ভারতে নয়, ভারতের বাইরেও প্রশংসা অর্জন করেছিল। এবার ছবিটি সম্মানিত হল বাংলাদেশে।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
শিল্প যে কোনও কাঁটাতার মানে না, তার আরও একবার প্রমাণ পাওয়া গেল সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিটি ২৩ তম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হওয়ার পর। পুরস্কারের ছবি শেয়ার করে পরিচালক লেখেন, ‘অবশেষে এই অডিয়েন্স অ্যাওয়ার্ড আমার হাতে এল।’
সৃজিত লেখেন, ‘২৩ তম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এই পুরস্কার পেয়ে আমি ভীষণ আপ্লুত। গোটা টিমকে অনেক অনেক শুভেচ্ছা।’ ছবিতে দেখা যাচ্ছে, একটি সার্টিফিকেট এবং একটি পুরস্কার রাখা রয়েছে টেবিলের ওপরে। সামনে জানলা দিয়ে যেন দেখা যাচ্ছে গোটা বাংলাদেশকে।
এই মুহূর্তে সৃজিত মুখোপাধ্যায় ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবির কাজ নিয়ে। এই ছবিটি মুক্তি পাবে আগামী বছর ১ মে। ছবিতে জুটি হিসেবে ফিরতে চলেছেন আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার।
এই সিনেমায় প্রথম বড়পর্দায় অভিনয় করবেন ছোট পর্দার ‘ফুলকি’ অর্থাৎ দিব্যানি মন্ডল। বহু বছর পর এই ছবির হাত ধরে আবারও পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছেন রুদ্রনীল ঘোষ। সিনেমায় দেখা যাবে টোটা রায়চৌধুরী, কাঞ্চন মল্লিক এবং সত্যম ভট্টাচার্যকে।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
এই ছবির মাধ্যমে আবারও বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে, যদিও ব্যাপারটা এখনও ফেডারেশনের বিচারাধীন আছে বলে জানিয়েছেন ছবির প্রযোজক রানা সরকার। শরৎচন্দ্র চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।