২০২৪ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। সেই বছরই বাবা মা হন তাঁরা। এটা কাঞ্চনের তৃতীয় বিয়ে, তাছাড়াও কাঞ্চনের থেকে শ্রীময়ীর বয়সের ফারাক অনেকটাই। তাই তাঁদের বিয়ে নিয়ে তাঁদের নানা কটাক্ষ শুনতে হয়েছিল। এমনকী সন্তান জন্মের পরও তার ব্যতিক্রম হয়নি। তবে সেই সব কিছুতে পাত্তা না দিয়ে সুখে সংসার করছেন কাঞ্চন-শ্রীময়ী। কিন্তু বর হিসেবে কাঞ্চনকে কত নম্বর দিতে চান তাঁর স্ত্রী? এবার সেই রহস্যই ফাঁস করলেন দিদি নম্বর ওয়ানের মঞ্চে।
আরও পড়ুন: বিচ্ছেদ হচ্ছে না শার্লি-অভিষেকের! ‘প্রেমিকা সমস্ত পরিস্থিতিতে…', আদুরে পোস্ট নায়কের
কী দেখা গিয়েছে?
দিদি নম্বর ওয়ানে সানডে ধামাকার প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে শ্রীময়ী কাঞ্চনকে নানা বিষয়ে নম্বর দিচ্ছেন। কিন্তু পড়ার কোনও বিষয় নয়, বরং জীবনের নানা ভূমিকায় তাঁকে নম্বর দিয়েছেন তিনি। প্রোমোর শুরুতেই কাঞ্চন পত্নীকে বলতে শোনা গিয়েছে, বাবা হিসেবে কাঞ্চনকে ১০০০-এ ১০০০ দেব। প্রেমিক হিসেবে কাঞ্চনকে ১০০ তে ১০০ দেব। যার জন্য আমি ফুর ফুর করে উড়ছিলাম। আমাকে সকলে জিজ্ঞাসা করেন কাঞ্চন কেন?' তবে এরপর বর কাঞ্চনকে নম্বর দেওয়ার সময় এলে তিনি বলেন, ‘বর হিসেবে কোনও নম্বর দেব না।’ তাঁর কথা শুনে হেসে লুটিয়ে পড়ে রচনা সহ অন্যান্য তারকা প্রতিযোগীরা।
এই প্রোমো প্রকাশ্যে আসতেই নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। একজন লেখেন, ‘প্রত্যেক সিজনে কাঞ্চনের একটা করে বউ আসে কাঞ্চনকে নিয়ে মজা করে আর রচনা হাসে।’ আর একজন লেখেন, ‘বাবা হিসেবে ভালো হলে আর প্রেমিক হিসেবে ভালো হলে এতগুলো বিয়ে হতো না।’ আর একজন লেখেন, ‘এদের কী একটুও লজ্জা নেই।’ আর একজন লেখেন ,'একই মঞ্চে একই সঞ্চালিকা, একই বর শুধু বউগুলো বদলে যায়। ধন্যি তুমি কাঞ্চাকাকু!' আর একজন লেখেন, ‘এদেরকে আনে কেন?!!! নির্লজ্জ কোথাকার!!’
আরও পড়ুন: গর্ভাবস্থায় স্পিড বোর্ডে চড়লেন অহনা? 'কী সাহস আমার…', লিখলেন নায়িকা
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তৃতীয় বিয়ে করেন কাঞ্চন মল্লিক দীর্ঘদিনের বান্ধবী শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে। এরপর মার্চ মাসে ধুমধাম করে হয় তাঁদের সামাজিক বিয়েটা। আর বিয়ের ঠিক সাড়ে আট মাসের মাথায়, জন্ম হয় কৃষভির। প্রেগন্যান্সির খবর ঘুণাক্ষরেও সামনে আসতে দেননি তাঁরা।