সৌরদীপ দত্তের 'Cycle of Eternity' (সাইকেল অফ ইটারনিটি) তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিশ্বজিৎ দাস, শ্রীতমা দে, দেবকন্যা হাজরা। ছবির গল্পে এক মৃত মা, এক প্রস্ফুটিত তরুণ গাছের মধ্যে খুঁজে পায়। আর তাঁর মেয়ে মাকে কাঠের আলমারির ভিতরে খুঁজে পায়। জীবন-মৃত্যুকে অতিক্রম করে এটা একটা অনুসন্ধানের গল্প।
কলকাতার সৌরদীপের ছবি Cycle of Eternity
বিদেশের মাটিতে দেশকে প্রতিনিধিত্ব করার বিষয় সবসময়ের জন্যই গর্বের। আর এবার সেই সুযোগই এসেছে কলকাতার ছেলে সৌরদীপ দত্তের কাছে। সৌরদীপের বানানো ছোট ছবি ‘Cycle of Eternity’ নির্বাচিত হয়েছে অস্কার কোয়ালিফাইং রেইনডান্স চলচ্চিত্র উৎসব ২০২৩-এ। এটা UK-র সবথেকে বড় ইনডিপেনডেন্ট চলচ্চিত্র উৎসব।
জানা যাচ্ছে, এই চলচ্চিত্র উৎসবে যোগ দিতে, এবং দেশকে প্রতিনিধিত্ব করতে সৌরদীপ দত্ত লন্ডনে উড়ে যাবেন। সাউথ এশিয়া থেকে আরও একটি ছবি এই চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে, সেটি হল চঞ্চল চৌধুরী অভিনীত বাংলাদেশের ছবি 'পেটকাটা ষ'।
জানা যাচ্ছে, সৌরদীপ দত্তের 'Cycle of Eternity' (সাইকেল অফ ইটারনিটি) তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিশ্বজিৎ দাস, শ্রীতমা দে, দেবকন্যা হাজরা। ছবির গল্পে এক মৃত মা, এক প্রস্ফুটিত তরুণ গাছের মধ্যে খুঁজে পায়। আর তাঁর মেয়ে মাকে কাঠের আলমারির ভিতরে খুঁজে পায়। জীবন-মৃত্যুকে অতিক্রম করে এটা একটা অনুসন্ধানের গল্প।