কয়েক মাস পরই প্রেক্ষাগৃহে মুক্তি পারে 'ফতেহ'। তাঁর আগেই জানা গিয়েছে প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহকেও সোনু সুদের সঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে। সূত্রের খবর, অভিনেতা ইতিমধ্যেই ছবিটিতে কাজ শুরু করে দিয়েছেন, বেশি অনেকটা শ্যুটিংও সেরেছন ইতিমধ্যেই।
নাসিরুদ্দিন শাহ ও সোনু সুদ
কয়েক মাস পরই প্রেক্ষাগৃহে মুক্তি পারে 'ফতেহ'। তাঁর আগেই জানা গিয়েছে প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহকেও সোনু সুদের সঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে। সূত্রের খবর, অভিনেতা ইতিমধ্যেই ছবিটিতে কাজ শুরু করে দিয়েছেন, বেশি অনেকটা শ্যুটিংও সেরেছন ইতিমধ্যেই। সূত্র মারফত জানা গিয়েছে, এই ছবিতে অভিনেতাকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাবে, যা 'ফতেহ'কে একেবারে অন্য একটি মোড় দেবে।
এই ছবির হাত ধরেই পরিচালক হিসেবে সোনু সুদ আত্মপ্রকাশ করবেন, এটাই হতে চলেছে তাঁর পরিচালিত প্রথম ছবি। কোভিডকালীন সময়ে ঘটে যাওয়া নানান সাইবার ক্রাইমের ঘটনাগুলির উপর ভিত্তি করে আবর্তিত হবে এই ছবির গল্প। সূত্রের খবর অনুযায়ী, 'নাসিরকে এই ছবিতে একজন হ্যাকারের ভূমিকায় অভিনয় করতে যাবে। ছবিটি নিয়ে তিনিও ভীষণ ভাবে উচ্ছ্বাসিত, পাশাপাশি তাঁকে এই নতুন অবতারে দেখে দর্শকদের কী প্রতিক্রিয়া হবে তা জানতেও খুবই উৎসুক অভিনেতা। কারণ এই চরিত্রটি আজকের সময়ের সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক পাশাপাশি, চরিত্রটির হাত ধরে উঠে আসবে বর্তমান সমাজের একটি বাস্তব চিত্র। চরিত্রটিতে কাজ করতে পেরে অভিনেতাও খুব খুশি। ছবির গল্প ও তাঁর চরিত্র এতটাই বাস্তবিক যে স্ক্রিপ্ট পড়েই তাঁর পছন্দ হয়ে যায়। এই ধরনের ছবিতে বরাবরই তিনি কাজ করতে পছন্দ করেন। ওয়েডেনসডে (২০০৮), মন্থন (১৯৭৬) এবং কুত্তে (২০২৩)-সহ এমন বহু বাস্তব ভিত্তিক ছবিতে তাঁকে দেখা গিয়েছে।
'ফতেহ'-এর মূলত একটি অ্যাকশন থ্রিলার। ইতিমধ্যেই ছবির টিজার ও পোস্টার প্রকাশ্যে এসেছে। তবে নাসিরুদ্দিন শাহের চরিত্রের কোনও আভাস তাতে দেওয়া হয়নি। সূত্র মারফত জানা গিয়েছে, 'ট্রেলার না আসা পর্যন্ত ছবিতে নাসিরুদ্দিনের সম্পর্কে কোনও কিছুই প্রকাশ্যে আনা হবে না। তবে ট্রেলারে তাঁর বেশ অনেকক্ষণের স্ক্রিন টাইম থাকবে। ছবিটির মুক্তির কিছুদিন আগেই মুক্তি পাবে ট্রেলার।'
এই বিষয়ে জানার জন্য হিন্দুস্থান টাইমস সোনু সুদের সঙ্গে যোগাযোগ করলে, তিনি জানান এই ছবিতে নাসিরুদ্দিন থাকছেন। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, “হ্যাঁ, নাসির স্যারকে 'ফতেহ' ছবিতে দেখা যাবে। তাঁকে আমরা ছবিতে একটি অতন্ত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়েছি।"