বুধবার অর্থাৎ ৩০ জুলাই ৫২ বছর বয়সে পা দিলেন সোনু সুদ। অভিনেতা হওয়ার পাশাপাশি আজ তিনি একজন মানবদরদী মানুষ বলেও পরিচিত সকলের কাছে। জন্মদিন উপলক্ষে বহু মানুষের ভালোবাসা যেমন পেলেন তিনি, তেমন রিটার্ন গিফট হিসাবে দিলেন আস্ত একটি বৃদ্ধাশ্রম।
পর্দায় চিরকাল ভিলেনের চরিত্রে অভিনয় করলেও আসল জীবনে তিনি যে কত বড় মনের মানুষ, তা বারবার প্রমাণ পেয়েছেন সকলে। মহামারী পরবর্তী সময়ে যেভাবে তিনি দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন, যেভাবে ভিনদেশে পড়ে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছিলেন তাতে এই মানুষটির প্রতি শ্রদ্ধা শতগুণ বেড়ে গিয়েছিল ভক্তদের।
আরও পড়ুন: বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায় জিৎ, কবে থেকে শুরু বায়োপিকের কাজ?
আরও পড়ুন: ‘ধুমকেতু’-র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে চেয়ার সাজাতে ব্যস্ত দেব, মুগ্ধ নেটপাড়া
এবার আবারও নিজের জন্মদিনে একটি বড় চমক দিলেন তিনি। ৫০০ জন প্রবীণ নাগরিকদের জন্য তৈরি করলেন একটি বৃদ্ধাশ্রম। যে মানুষগুলোকে দেখাশোনা করার কেউ নেই, তাঁদের যত্নে রাখার জন্য তৈরি হল এই বৃদ্ধাশ্রম। খাওয়া-দাওয়ার পাশাপাশি এই প্রবীণ নাগরিকদের সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নিলেন অভিনেতা।
কথাতেই আছে, ভালো কাজ করার জন্য আলাদা করে কোনও উপলক্ষ থাকার প্রয়োজন নেই। সোনু তাঁদের মধ্যেই একজন যিনি সুযোগ পেলেই মানুষের পাশে দাঁড়ান নিঃস্বার্থভাবে। অভিনেতার এই মানবিক উদ্যোগ দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি অভিনেতার এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন।
আরও পড়ুন: মুক্তির এখনও একমাসও অতিক্রান্ত হয়নি, তার মধ্যেই বড় সিদ্ধান্ত ‘ম্যাডাম সেনগুপ্ত’ নির্মাতাদের
আরও পড়ুন: চলে গেলেন কবি রাহুল পুরকায়স্থ, সাহিত্য জগতে অপুরণীয় ক্ষতি
প্রসঙ্গত, চলতি বছর ‘ফতেহ’ ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। দক্ষিণ ছবির পাশাপাশি বলিউডেও তিনি সমানভাবে পরিচিত এবং বিখ্যাত। চিরকাল খলনায়কের চরিত্রে অভিনয় করলেও আজ তিনি সকলের চোখে আসল ‘হিরো’।