বাংলা নিউজ > বায়োস্কোপ > Sonam Kapoor: 'প্রতিটা সূর্যোদয় যেন এক একটা উপহার…' পরিবারের সঙ্গে মলদ্বীপে ছুটির মেজাজে সোনম!
পরবর্তী খবর
Sonam Kapoor: 'প্রতিটা সূর্যোদয় যেন এক একটা উপহার…' পরিবারের সঙ্গে মলদ্বীপে ছুটির মেজাজে সোনম!
1 মিনিটে পড়ুন Updated: 09 Oct 2024, 11:17 AM ISTSayani Rana
শহরের জীবন থেকে ছুটি নিয়ে সোনম কাপুর তাঁর পরিবারের সঙ্গে মালদ্বীপে পাড়ি দিয়েছিলেন। সেখানে সকলের সঙ্গে উপভোগ করেছেন শান্তিপূর্ণ ছুটি। তাঁর স্বামী আনন্দ আহুজা, তাঁদের ছেলে বায়ু তো ছিলওই, সঙ্গে তাঁর বোন রিয়া কাপুর এবং তাঁর স্বামী করণ বুলানিও যোগ দিয়েছিলেন।
সোনম কাপুর
শহরের জীবন থেকে ছুটি নিয়ে সোনম কাপুর তাঁর পরিবারের সঙ্গে মালদ্বীপে পাড়ি দিয়েছিলেন। সেখানে সকলের সঙ্গে উপভোগ করেছেন শান্তিপূর্ণ ছুটি। তাঁর স্বামী আনন্দ আহুজা, তাঁদের ছেলে বায়ু তো ছিলওই, সঙ্গে তাঁর বোন রিয়া কাপুর এবং তাঁর স্বামী করণ বুলানিও যোগ দিয়েছিলেন। সোনম মালদ্বীপে দারুণ মজায় ছুটি কাটিয়েছেন। তাঁদের সেই সুন্দর মুহূর্তের কিছু ছবিও সোনম ইতিমধ্যেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
তাঁর মনছুঁয়ে যাওয়া পোস্টে সোনম তাঁর এবারের ট্রিপটিকে 'জাদুকর' বলেছেন। তাঁর মতে নিয়মে বাঁধা জীবন থেকে কটা দিনের জন্য তিনি পালাতে পেড়েছেন।
সাগরের নীল জলে স্নরকেলিং থেকে শুরু করে সমুদ্র সৈকতে নানা রকমের খেলা খেলা, খোলা আকাশের নীচে বসে গল্প করা সব কিছুর জন্য তিনি তাঁর পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি লিখেছেন, ‘যখন আমাদের ছুটি শেষ হল, তখন আমি নিজেদের কাটানো সুন্দর মুহূর্তগুলোর প্রতিফলন আমার মধ্যে দেখতে পাচ্ছি৷ এই ট্রিপটা যাদুর থেকে কম কিছু নয়। এইসব ঘুরতে যাওয়া গুলো আমাদের আত্মাকে পুনরুজ্জীবিত করে। আমাদের মধ্যকার বন্ধনকে আরও গভীর করে৷ আমরা পৌঁছানো থেকে দ্বীপগুলোর অসাধারণ সৌন্দর্য্য দেখে আমরা মুগ্ধ হচ্ছিলাম।’
সোনম আরও বলেন, ‘সাগরের নীল জল, নরম সাদা বালি এবং প্রাণবন্ত প্রবাল প্রাচীর আমাদের পারিবারিক অ্যাডভেঞ্চারকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। প্রতিটি সূর্যোদয় যেন এক একটা একটা উপহার বলে মতো মনে হত, প্রতিটি নতুন দিন আমাদের সৌন্দর্যের কথা মনে করিয়ে দিত।’
সোনম উল্লেখ করেছেন যে, কীভাবে তাঁর ছেলে বায়ুর প্রকৃতির বিস্ময়কে নতুন নতুন করে আবিষ্কার করত। তিনি লেখেন, ‘আমাদের দিনগুলি হাসি, নতুন কিছু খোঁজা এবং একসঙ্গে ভরা ছিল। আমরা রঙিন মাছের মধ্যে স্নরকেলিং করতাম, সমুদ্র সৈকতে খেলা করতাম বা পুলের পাশে আরাম করতাম, প্রতিটি মুহূর্ত ছিল খুব খুব বিশেষ। সন্ধ্যায়, আমরা খাবারের জন্য জড়ো হতাম। এই ছুটি আমাদের পারিবারিক সময়ের গুরুত্বের কথা মনে করিয়ে দিয়েছে। প্রতিটি মুহূর্ত একসঙ্গে উপভোগ করার আনন্দ দিয়েছে।’