অভিনেত্রী সোহা আলি খান মোটেও বউদি করিনা কাপুরকে গসিপ-কুইন হিসেবে মানতে রাজি নন। তবে তিনি জোর দিয়ে বলেন যে করিনার কাছে গসিপের চেয়ে অনেক বেশি কিছু আছে।
একটি সাক্ষাৎকারে করিনার 'গসিপ গার্ল' ইমেজ সম্পর্কে কথা বলেন সোহা। জানান, ‘তিনি অবশ্যই, অবশ্যই, তথ্যের এক অসাধারণ উৎস, আমি জানি না কীভাবে! যদি আমাকে কিছু জানতে হয়, তাহলে রাত ১২টায়ও আমি তাঁকে জিজ্ঞাসা করব, কিন্তু সে তাঁর সূত্রগুলির প্রতি খুব সচেতন। এবং তিনি শুধুমাত্র যা শেয়ার করতে ইচ্ছুক, সেটুকুই বলবেন। ওর অনেক কিছু সুন্দর আছে, এই গসিপের চেয়ে অনেক বেশি।’
সাক্ষাৎকারে সোহা করিনার সঙ্গে প্রথম সাক্ষাতের কথাও স্মরণ করেন। তিনি বলেন, ‘আমার মনে আছে ভাই (সইফ বয়সে বড় সোহার থেকে) আমাকে ফোন করে। আমরা তখন কিছু একটা শ্যুট করছিলাম। ও আমাকে বলে, আমি তোমাকে বলতে চাই আমার প্রেমিকা তোমার চেয়ে বছর দুয়েকের ছোট। আর আমার জবাব ছিল, 'ওয়াও গ্রেট'! এরপর অবশ্যই তুমি এমন একজনের সঙ্গে দেখা করো, যে সুপারস্টার। আমরা সকলেই একটা মানুষের ব্যাপারে মনে মনে একটা ধরণা তৈরি করি। যদিও আমি এমন মানুষ কখনো কাওকে সামনে থেকে না জেনে, তাঁকে বিচার করি না!’
সোহা আরও জানান যে, গত ১২ বছর ধরে ‘কিছু ঘটনা ঘটেছে’ যা তাদের আরও ঘনিষ্ঠ করেছে।
করিনার 'গসিপ কুইন' ইমেজ
করিনা বলিউডের 'গসিপ কুইন' হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ২০২০ সালে একটি সাক্ষাৎকারে, অনন্যা পান্ডে বলিউডের 'গসিপ গার্লস' এর নাম প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি মনে করি করিনা কাপুর খান, করণ জোহর এবং রণবীর কাপুর। মানুষ তাই বলে, যে তাঁরা সবকিছু জানে। তাই, আমি মনে করি এই তিনজন গসিপ গার্ল হতে পারে।’
২০২০ সালের মার্চ মাসে, সূর্যবংশী প্রচারের জন্য কপিল শর্মার শো-এ উপস্থিত হয়ে অক্ষয় কুমার এবং করণ জোহর জানিয়েছিলেন যে, করিনা বলিউডের গসিপ কুইন। অক্ষয় বলেছিলেন, ‘ও (করিনা) সবকিছু জানে। সত্যিই।’ এর জবাবে করণ যোগ করেছিলেন, ‘আমি তো মনে করি, মুম্বই পুলিশের তাঁকে নিয়োগ করা। আমার মনে হয় তাঁর (করিনার) CCTV-এর ব্যবসা আছে। মনে হয় সে মানুষের বাড়িতে CCTV ক্যামেরা লাগিয়েছে। এবং মনে হয় তার কাছে একটি কনসোল আছে যার মাধ্যমে সে বলিউডের ভিতরে কী ঘটছে তা দেখতে পারে। ভারত এবং ইন্ডাস্ট্রির এমন কোন তথ্য নেই, যা তার বাড়িতে পৌঁছায় না।’
সোহার সাম্প্রতিক কাজ
সোহাকে শেষবার ছোড়ি ২-তে দেখা গিয়েছে। সম্প্রতি তিনি নিজের পডকাস্ট অল অ্যাবাউট হার চালু করেছেন। পডকাস্টে সোহা স্বাস্থ্য, সুস্থতা, বৃদ্ধি এবং নারী স্বাধীনতার মতো বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করবেন। তাঁর পডকাস্টের পর্বগুলি প্রতি সপ্তাহে প্রকাশিত হবে।