অনেক সময় অভিনেতাদের বদলে অন্য অভিনেতাদের নেওয়া হয়। কেউ কেউ অপ্রত্যাশিত ভাবে জানতে পারেন এবং তারপর তাঁদের অনেক লড়াই করতে হয়। এখন, সোহা আলি খান জানিয়েছেন যে কীভাবে তিনি একটি ছবির জন্য তাঁর চাকরি ছেড়ে দিয়েছিলেন, কিন্তু শাহরুখ খান ছবিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই সোহাকে সরিয়ে দেওয়া হয়েছিল, এবং তার কাছে ভাড়া দেওয়ার মতো টাকাও ছিল না।
আরও পড়ুন: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ভিকি! বরের উপর থেকে খারাপ নজর কাটাতে পুজো অঙ্কিতার
ম্যাশেবলকে দেওয়া এক সাক্ষাৎকারে সোহা বলেন, ‘ওটা ছিল আমার প্রথম ছবি। আমি সবেমাত্র সিটি ব্যাঙ্ক ছেড়েছিলাম। আমাকে ১৭,০০০ টাকা ভাড়া দিতে হত। আমার বেতন ভালো ছিল এবং লন্ডন ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছিলাম। আমি ভেবেছিলাম যেখানে কাজ পাবো, সেখানে স্থায়ীভাবে বসবাস করব। তারপর অমল পালেকর আমার কাছে এসে আমার সঙ্গে একটি চিত্রনাট্য নিয়ে কথা বললেন। আমার ভাই (সাইফ আলী খান) এবং মা (শর্মিলা ঠাকুর) এর কারণে আমি কিছু ছবির প্রস্তাব পেয়েছিলাম।’
সোহা বলেন, ‘অভিনয়ের প্রতি আমার কিছুটা আগ্রহ ছিল এবং আমি সেই বেতনের জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু অভিনেতা হতে কী লাগে তা আমি বুঝতে পারিনি। তখন চলচ্চিত্রে অভিনয়ের দক্ষতা আমি বুঝতে পারিনি।’
আরও পড়ুন: ‘সুপারস্টার বাবার ছত্রছায়া থেকে বেরনো অত সহজ নয়…’! আরিয়ানকে নিয়ে আর কী বললেন ববি?
সোহা আরও বলেন, ‘তিনি আমার কাছে এসে বলেন, ‘আমি চাই তুমি এটা করো, কিন্তু এর জন্য তোমাকে চাকরি ছেড়ে দিতে হবে।’ অমল ব্যাখ্যা করেন যে, তিনি তাঁর সঙ্গে একজন নতুন অভিনেতাকে লঞ্চ করতে চান। আমি তখন জানতাম না যে যদি তিনি শ্যুটিং শুরু না করো, তাহলে এর অর্থ হল তুমি ১০০% চূড়ান্ত নও,’ তিনি বললেন। ‘আমি এটা জানতাম না, এবং আমি ছেড়ে দিলাম।’
সোহা আরও বলেন, 'অমলজি আবার আমাকে ফোন করে বললেন যে, শাহরুখ খান চরিত্রটি করছেন। আমি বললাম, 'বাহ, এটা অসাধারণ। তারপর তিনি বলেন, 'না, না, তুমি বুঝতে পারছো না। এর মানে তুমি আর এই চরিত্রে অভিনয় করবে না। অন্য কেউ করবে।' আমি বললাম, ‘এখন আমি কী করব? আমি আমার ভাড়া কীভাবে দেব?’