
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রীতিমত দাপট দেখাচ্ছে স্কাই ফোর্স। অক্ষয়ের ছবির গল্প থেকে অভিনয় নজর কেড়েছে দর্শকদের। যদিও মঙ্গলবার বেশ অনেকটাই কমে ছবির আয়। তবুও মাত্র ৫ দিনেই বক্স অফিসে ৭৫ কোটি ছুঁয়ে ফেলল অক্ষয়ের ছবি। কী অবস্থা কঙ্গনা রানাওয়াতের ইমারজেন্সির?
আরও পড়ুন: '১৯৯২ সালে ওদের বিচ্ছেদ হয় তারপর...', মা বাবার ডিভোর্স কতটা প্রভাবিত করেছিল সৃজিতকে?
আরও পড়ুন: দগ্ধ জিভে আওড়াচ্ছেন ভারতের সংবিধানের প্রস্তাবনা, হাঁটছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে! হঠাৎ কী হল মিঠুনের?
ভারতীয় বক্স অফিসে অক্ষয় কুমার অভিনীত স্কাই ফোর্স ছবিটি মঙ্গলবার, ২৮ জানুয়ারি ৫ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে। ফলে গত ৫ দিনের মোট এখন বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে ৭৫ কোটি টাকায়। ছবিটি যেদিন মুক্তি পায় সেদিন এটি ১২ কোটি ২৫ লাখ আয় করে। উইকেন্ড আসতে বেশ অনেকটাই বাড়ে ছবির ব্যবসা। শনি এবং রবিবার যথাক্রমে ছবিটি ২২ এবং ২৮ কোটি টাকা ঘরে তোলে। সোমবার সেই আয়ের পরিমাণ কমে দাঁড়ায় ৭ কোটিতে। মঙ্গলবার আরও কিছুটা কমে আয়। এমনটাই জানানো হয়েছে সচনিল্কের রিপোর্টে।
ইমারজেন্সি ছবির বক্স অফিস কালেকশন
ইমারজেন্সি ছবিটি মঙ্গলবার মাত্র ২০ লাখ টাকা আয় করেছে। ফলে মাত্র ১২ দিনে যে এই বছর ব্যবসা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে সেটা নিঃসন্দেহে বলাই যায়। প্রথম সপ্তাহে কঙ্গনার এই ছবিটি বক্স অফিসে মোট ১৪ কোটি ৩০ লাখ টাকার ব্যবসা করে। তারপর দ্বিতীয় শুক্রবার আয় করে ৪০ লাখ টাকা। শনি এবং রবি সেই আয়ের পরিমাণ কিছুটা বেড়ে হয় ৮৫ লাখ এবং ১ কোটি ১৫ লাখ টাকা। সোমবার আসতেই পড়ে আয়ের পরিমাণ। সোমবার এবং মঙ্গলবার ২০ লাখ করে ঘরে তুলতে পেরেছে এক ছবিটি। ফলে কঙ্গনা রানাওয়াত অভিনীত জরুরি অবস্থার উপর নির্মিত ছবিটির মোট আয় এখন গিয়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ১০ লাখ টাকায়।
এই ছবিটির পরিচালনা করেছেন অভিষেক অনিল কাপুর এবং সন্দীপ কেওলানি। মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, সারা আলি খান এবং নিমরত কৌর।
ইমারজেন্সি ছবিটি লিখেছেন, পরিচালনা করেছেন কঙ্গনা রানাওয়াত। প্রযোজনাও করেছে তাঁর মনিকর্ণিকা ফিল্মস। মুখ্য ভূমিকায় আছেন কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপাড়ে প্রমুখ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports