গানের জগতে খুব কম সময়ে নিজের নাম করেছেন পৌষালী বন্দ্যোপাধ্যায়। শুধু গায়িকা হিসেবেই নয়, দর্শকদের কাছ থেকে ভালোবাসা পেয়ে এসেছেন নিজের মিষ্টি ব্যবহারের কারণেও। তবে হঠাৎই একটি ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যায়, মঞ্চে পারফর্ম করার মাঝে হঠাৎই দর্শকের মধ্যে থেকে কেউ পৌষালীর সাউন্ড ম্যানকে মারার হুমকি দেয়। তবে দেখা গেল, গোটা ব্যাপারটা বেশ ঠান্ডা মাথায় সামলালেন গায়িকা! মেজাজ হারালেন না একবারের জন্যও।
‘না না কেন, ও আমার সাউন্ড ম্যানকে মারবে বলেছে’, ভিডিয়োর শুরুতেই বলতে শোনা গেল পৌষালীকে। মুখের অভিব্যক্তি থেকে স্পষ্ট, আচমকা এরকম কথায় তিনি হতবাক। যদিও মুখের হাসিটা তখনো লেগে আছে। পাশ থেকে এক পুরুষ কণ্ঠ বলে থাকে, ‘এ আবার কী কথা! অনুষ্ঠান করতে এসেছি তো’! তবে পৌষালী ব্যাপারটা সামলে নেন, ‘আমাকে না তো, আমার টিমকে বলা হয়েছে… এরকম করো না। মারপিট করো না।’ তারপর বিষয়টা হালকা করতে, মঞ্চের পিছনে থাকা বাজনা বাদক ও সাউন্ড আর্টিস্টদের দিকে ঘুরে হাসির ছলে বলেন, ‘এই যদি মারে?’
আরও পড়ুন: ‘সত্যিকারের বন্ধু’র মতো, অন্নু কাপুরের কন্ডোমের বিজ্ঞাপন দেখে রীতিমতো চোখ কপালে
ভিডিয়ো থেকে স্পষ্ট, গোটা ঘটনায় বেশ বিরক্ত এক ব্যক্তি। তিনি বলছেন, ‘অনুষ্ঠান করতে এসে এসব শুনলে তো মুশকিল…’ আরেকজন পিছন থেকে টিপ্পনী কাটে, ‘কে হরিদাস কে’! তবে বিষয়টা থামাতে নিজের দলকেই বোঝান পৌষালী। বলেন, ‘চলো চলো শুরু করি… থাক’। আর তারপর দর্শকদের দিকে ফিরে বলেন, ‘এই মারপিট কোরো না’!
আরও পড়ুন: আদৌ কি স্ত্রী ৩ আসছে? ছবি সাফল্য পেতেই মুখ খুললেন শ্রদ্ধা, ‘এবারে রাজকুমার…’
এই ভিডিয়োর কমেন্ট সেকশনে একজন লিখলেন, ‘কিছু কিছু মানুষ আছে যারা শিল্পীদেরকে সম্মান করে না। মানুষ বলে মনে করে না।’ দ্বিতীয়জন লিখলেন, ‘এত ঠান্ডা মাথায় সামলালো দিদি বিষয়টা। এত ভালো মনের মানুষ বলেই, এত ভালো গান গায়।’ তৃতীয়জন লেখেন, ‘তুমি মিষ্টি জানতাম, কিন্তু এত সুন্দর করে গুছিয়ে কথা বলো তা তোমার অনুষ্ঠান দেখার সৌভাগ্য না হলে জানতেই পারতাম না’।
আরও পড়ুন: বিষ্ণোই গ্য়াং-এর গুলি থেকে বাঁচতে মরিয়া সলমন, ২ কোটি দিয়ে কিনলেন বুলেটপ্রুফ SUV
লোক সংগীত নিয়েই কাজ করেছেন পৌষালী প্রথম থেকেই। সেটা নিয়েই ভবিষ্যতে আরও এগনোর ইচ্ছে আছে বলে জানিয়েছেন বরাবর। শান্তিনিকেতনের মাটিতে বেড়ে ওঠা পৌষালীকে খুব ভালোবাসেন দর্শকরা। তাই তাঁর গান শোনার ভিড়ও থাকে দেখার মতো।