গত মঙ্গলবার অর্থাৎ ১৫ জুলাই একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা আডবানি। বুধবার ইনস্টাগ্রামে কন্যা সন্তানের জন্মের খবর জানিয়ে এই তারকা দম্পতি লিখেছিলেন, ‘আমাদের হৃদয় পরিপূর্ণ এবং আমাদের পৃথিবী চিরতরে বদলে গিয়েছে। আমরা একটি কন্যা সন্তান আশীর্বাদ হিসেবে পেয়েছি।’
কন্যা সন্তানদের জন্মের ঠিক একদিন পর একটি বড় সিদ্ধান্ত নিলেন এই দম্পতি। বৃহস্পতিবার অর্থাৎ ১৭ জুলাই ফের একটি পোস্ট করেন তারকা দম্পতি। পোস্টে লেখা, ‘আপনাদের সকলের ভালোবাসা এবং শুভেচ্ছা জন্য কৃতজ্ঞ। পিতা মাতার এই নতুন যাত্রায় আমরা প্রতিটি মুহূর্ত উপভোগ করব। এই বিশেষ সময়টি যদি ব্যক্তিগত রাখা যায় তাহলে আরও বেশি ভালো হয়। দয়া করে ছবি তোলার দরকার নেই। শুধুই আশীর্বাদ দিন। আপনাদের সকলের সমর্থনের জন্য অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ।’
আরও পড়ুন: 'ওরা শিল্পকে ভয় পায়...', বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙায় ক্ষুব্ধ রূপালি
আরও পড়ুন: ফের বড় পর্দায় জুটি বাঁধবেন আবির-জয়া, মুক্তি পেল ‘পুতুলনাচের ইতিকথা’-র ট্রেলার
তবে এই বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে সকলকে মিষ্টিমুখ করিয়েছেন তারকা দম্পতি। গোলাপি রঙের একটি মিষ্টির বাক্সের ওপর উক্ত বক্তব্যটিও লেখা ছিল। ছবিশিকারীদের উদ্দেশ্যে তারকা দম্পতির এই বার্তার ভিডিয়ো ভাগ করে নিয়েছেন স্নেহা জালা নামের এক চিত্রগ্রাহক। তারকা দম্পতিদের তরফ থেকে এই বার্তা এবং মিষ্টি পেয়ে ভীষণ আনন্দিত সকলে।
তবে শুধু কিয়ারা এবং সিদ্ধার্থ নন, নবজাতককে ক্যামেরা থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন অনুষ্কা, দীপিকা, রানী মুখোপাধ্যায় থেকে শুরু করে অনেক দম্পতি। অনেকে আবার এখন নতুন করে এই সিদ্ধান্তে উপনীত হচ্ছেন। বাড়িতে দুষ্কৃতি হামলার পর করিনা কাপুর খান ছবি শিকারীদের বারবার অনুরোধ করেছেন যাতে তাঁর ছেলেদের কোনও ছবি তোলা না হয়।
আরও পড়ুন: হতে চলেছে অপেক্ষার অবসান, হাসপাতালে ভর্তি হওয়ার আগে কী কী শপিং করলেন অহনা?
আরও পড়ুন: দুষ্টু চোখে ক্যামেরার দিকে তাকিয়ে, এই খুদেই আজ নামী পরিচালক, চেনেন তাঁকে?
প্রসঙ্গত, ২০২১ সালে ‘শেরশাহ’ ছবির মাধ্যমে প্রথম কাছাকাছি আসেন এই তারকা দম্পতি। রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেন তাঁরা। ২০২৩ সালে সেই স্বপ্ন পূরণ করে একসঙ্গে পথ চলা শুরু করেন তাঁরা। এবার বাবা-মা হিসেবে নতুন অধ্যায়ে শুরু করলেন সিদ্ধার্থ-কিয়ারা।