বাংলা নিউজ > বায়োস্কোপ > Siddharth Anand on Fighter: 'সবটাই মিথ্যে...' রানটাইম নিয়ে গুজব ওড়ালেন পরিচালক সিদ্ধার্থ, ফাইটার আসলে কতক্ষণের ছবি?
পরবর্তী খবর
Siddharth Anand on Fighter: 'সবটাই মিথ্যে...' রানটাইম নিয়ে গুজব ওড়ালেন পরিচালক সিদ্ধার্থ, ফাইটার আসলে কতক্ষণের ছবি?
1 মিনিটে পড়ুন Updated: 03 Jan 2024, 07:50 PM ISTSubhasmita Kanji
Siddharth Anand on Fighter: সম্প্রতি একটি গুজব প্রকাশ্যে এসেছিল হৃতিক এবং দীপিকা অভিনীত ফাইটার নাকি ৩ ঘণ্টার ছবি। সেই গুজব নস্যাৎ করে কী বললেন পরিচালক।
ফাইটার আসলে কতক্ষণের ছবি?
আর কয়েকদিনের অপেক্ষা, তারপরই বড় পর্দায় আসছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ফাইটার। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন। এ হেন ছবি মুক্তির আগেই এটিকে নিয়ে একটি গুজব প্রকাশ্যে এসেছিল। সেখানে দাবি করা হয় এই ছবি নাকি ৩ ঘণ্টার। তবে সেই গুজবকে নস্যাৎ করে আসল তথ্য প্রকাশ্যে আনলেন পরিচালক।
ফাইটার ছবির রান টাইম নিয়ে কী বললেন সিদ্ধার্থ আনন্দ?
এর আগেই একটি রিপোর্টে জানানো হয়েছিল যে এই ছবি নাকি ৩ ঘণ্টা ১০ মিনিট লম্বা। তবে সেই গুজবকে উড়িয়ে এক্সে এদিন সিদ্ধার্থ লেখেন, 'ফাইটারের রান টাইমের গুজব। আসল রান টাইম ২ ঘণ্টা ৪০ মিনিটের মধ্যে।' এই ছবিটি নিবেদন করেছে ভায়াকম ১৮ স্টুডিয়ো এবং মারফ্লিক্স পিকচার্স। দুর্ধর্ষ অ্যাকশন থাকবে এই ছবিতে, এমনটাই জানানো হয়েছে।