২২ মার্চ জন্মদিন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নায়ক রণজয় বিষ্ণুর। এদিন তিনি ৩৭ বছরে পা দিলেন। তাঁর জন্মদিন উপলক্ষ্যে একটি আদুরে বার্তা পোস্ট করলেন শ্যামৌপ্তি মুদলি। একটা সময় তাঁদের প্রেম চর্চা শুরু হয়েছিল। সেই জল্পনাকে খারিজ করলেও বন্ধু তথা সহ অভিনেতার বিশেষ দিনে কী লিখলেন ছোট পর্দার গুড্ডি?
আরও পড়ুন: আইপিএল শুরুর আগে রমণদীপকে বাঙালিদের মন জেতার টিপস মিস দত্তর! ঘুষ হিসেবে চাইলেন কী?
আরও পড়ুন: রচনার পর ভোটের ময়দানে ফের একগুচ্ছ টলি তারকা? বিধানসভায় তৃণমূলের হয়ে লড়বেন ঋত্বিকা-সৌমিতৃষা?
কী পোস্ট করলেন শ্যামৌপ্তি?
এদিন দুজনের একাধিক ছবি পোস্ট করেন শ্যামৌপ্তি। সেখানে কোথাও দেখা যাচ্ছে সহ অভিনেতার ঘাড়ে হাত দিয়ে সেলফির জন্য পোজ দিয়েছেন অভিনেত্রী। তো কোথাও আবার তাঁদের মিউজিক ভিডিয়ো শ্যুটের সময় লাদাখে তোলা ছবিতে রণজয়ের হাত ধরে বসে থাকতে দেখা যাচ্ছে নায়িকাকে। এই ছবিগুলো পোস্ট করে এদিন শ্যামৌপ্তি লেখেন, 'ভালো মানুষ তুমি, এই সততা এবং সামাজিকবোধ তোমার জীবনে এক নতুন আলোর সন্ধান নিয়ে আসুক। এভাবেই জীবন যুদ্ধে এগিয়ে যাও আরও ভালো কাজ করো। পাশে আছি।' তিনি এদিন আরও লেখেন, 'শুভ জন্মদিন, ভালো থাকো, হাসিখুশি থাকো।'
এদিন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের অভিনেত্রী মিশমি দাস তাঁর অনস্ক্রিন দাদা অনিকেতের জন্য একটি বিশেষ বার্তা লেখেন। জানান রণজয় খালি তাঁর দাদা নন, বন্ধুও বটে। রণজয়কে তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'জীবনে খুব কম লোক পাওয়া যায় যাদের ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়, রণ দা তাদেরই একজন। শুভ জন্মদিন তাকে যে আমার সবথেকে কঠিন সময়ে বড় দাদার মতো আগলেছে, বুঝিয়েছে, পাশে থেকেছে। কোন গোপনে আমাকে আর কিছু দিক না দিক, রণজয় বিষ্ণুর মতো একজন দাদা/বন্ধু দিয়েছে। আজকের দিনটা খুব ভালো কাটুক দাদাভাই।'
আরও পড়ুন: ঐশ্বর্যর থেকে ফোন এলেই চাপে পড়ে যান অভিষেক! বললেন, 'যখনই আপনার স্ত্রী...'
এদিন আরও একাধিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের সেটে একদিন আগেই অভিনেতার জন্মদিন পালন করছেন তাঁর অনুরাগীরা। বয়স্ক অনুরাগীদের তাঁকে বরণ করে, প্রদীপের তাপ দিয়ে আশীর্বাদ করতে দেখা যায়। বাদ যায়নি উপহার দেওয়ার পালা। কেক কেটে সকলের সঙ্গে জন্মদিন উদযাপন করেন রণজয়। তাঁর পাশে ছিলেন তাঁর অনস্ক্রিন বউ অর্থাৎ শ্যামলী ওরফে শ্বেতা ভট্টাচার্য এবং তাঁর বেটার হাফ রুবেল দাস।