২২ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের আইপিএলের মরশুম। আর এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর মুখোমুখি হবে নাইটরা। তার আগে রমণদীপদের কী টিপস দিলেন সোশ্যাল মিডিয়া তারকা মিস দত্ত?
আরও পড়ুন: রচনার পর ভোটের ময়দানে ফের একগুচ্ছ টলি তারকা? বিধানসভায় তৃণমূলের হয়ে লড়বেন ঋত্বিকা-সৌমিতৃষা?
আরও পড়ুন: কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে কৃষভিকে কোলে নিতে ইচ্ছে করে পিঙ্কির? বললেন ‘আমি তো একজন মা, কিন্তু…’
কী ঘটেছে?
এদিন বাংলার অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিস দত্ত একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি কেকেআরের অন্যতম সদস্য রমণদীপ সিংকে বাঙালিদের মন জেতার টিপস দিচ্ছেন। সেখানেই তাঁকে বলতে শোনা গেল, 'কেকেআরের জন্য খেলতে গেলে বাঙালিদের মন জিততে হবে।' সেটা শুনেই ক্রিকেটার জিজ্ঞেস করেন, 'মানে?' এরপরই মিস দত্ত রসগোল্লার ছবি দেখিয়ে জানতে চান, এটাকে আমরা কী বলি? জবাবে রমণদীপ বলেন, 'রসগুল্লা।' তাতেই বিরক্ত হতেও নিজেকে সামলে নেন মিস দত্ত। তারপর ঠান্ডা মাথায় 'রসগোল্লা' বলতে শেখান এই নাইটকে। এরপর ফুচকার ছবি দেখিয়ে বলেন, 'এটাকে কী বলে?' এটার জবাব সঠিক ভাবে দিয়ে দেন ক্রিকেটার।
এরপরের টিপস হিসেবে মিস দত্ত রমণদীপকে শেখান বিরোধী দলের সামনে 'কেত' কীভাবে মারতে হয়। বলেন, 'খালি বলবে, মারব এখানে বল পড়বে ইডেনে। চেষ্টা করো।' এতদূর শিখে পড়েই রমণদীপ বলে ওঠেন, 'হয়ে গেছে ট্রেনিং, এবার আমি তৈরি কেকেআরকে ৩ থেকে ৪ বানানোর জন্য। জেদের নতুন সীমা।' অর্থাৎ চার নম্বর আইপিএল ট্রফি ঘরে আনতে প্রস্তুত তিনি।
কিন্তু চমক এখানেই শেষ নয়। রমণদীপকে যে বাঙালিদের মন জেতার টিপস দিলেন সেটার জন্য ঘুষ হিসেবে শাহরুখের সঙ্গে দেখা বা কথা বলার বায়না জোড়েন মিস দত্ত। সেই কথা কি রাখলেন রমণদীপ? না। তবে কথা দিয়েছেন ২২ তারিখ মাঠে হাজির থাকবেন কিং খান।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ইতিমধ্যেই শাহরুখ খান কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন। ২২ তারিখ তিনি হাজির থাকবেন মাঠে।