
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বহুদিন ধরে একসঙ্গে রয়েছেন রুবেল দাস আর শ্বেতা ভট্টাচার্য। এমনকী, অনলাইনে নিজেদের মাখোমাখো প্রেম খুল্লামখুল্লা তুলে দেওয়ার সুযোগও ছাড়েন না এই তারকা-জুটি। তাঁদের বিয়ের খবর অনেকদিন ধরেই চলছে বাজারে। রুবেল বার শ্বেত দুজনেই জনিয়েছিলেন, ২০২৫ সালেই গাঁটছড়া বাঁধবেন তাঁরা। তবে কি, ২০২৪ সালের শেষে এসে তারিখ ঠিক হল?
২০২০ সালে যমুনা ঢাকি-র সময় একে অপরের প্রেমে পড়েন শ্বেতা আর রুবেল। যদিও এই ধারাবাহিকে কাজ করার সময়তে তাঁরা অন্য সম্পর্কে ছিলেন। দুজনেরই প্রেম ভেঙেছিল প্রায় একই সময়ে। আর তারপর দুই ভাঙা হৃদয় খুঁজে নেয় একে-অপরকে। জানা যায়, দুই পরিবারও এই সম্পর্কে অনুঘটকের কাজ করেছিল। ফলত, ভালোবাসা দানা বাঁধতে খুব বেশি সময় নেয়নি। আর বাড়ির মত থাকায়, একে-অপরের বাড়িতেও রয়েছে অগাধ যাতায়াত। পুজো হোক বা জন্মদিন, যে কোনো অনুষ্ঠান একত্রে পরিবারকে নিয়েই কাটাতে দেখা যায় শ্বেতা-রুবেলকে।
আরও পড়ুন: স্টারকিডদের সহ্য করতে পারেন না! তবে শাহরুখ-পুত্র আরিয়ানকে নিয়ে ভিন্ন মত কঙ্গনার, কী লিখলেন?
সম্প্রতি বিয়ের প্রসঙ্গে, শ্বেতা জানালেন বিয়ের তারিখ এখনও ঠিক হয়নি। অনেকগুলো তারিখ নিয়ে কথা চললেও, কোন দিনটা ফাইনাল হবে তা ঠিক করা হলেই, তাঁরা সেটা জানিয়ে দেবেন সোশ্যাল মিডিয়াতে। আনন্দবাজারকে শ্বেতা আরও বললেন, কেনাকাটা করাও বাকি।
আরও পড়ুন: সবার আগে! সক্কাল সক্কাল ভোট দিতে পৌঁছে গেলেন অক্ষয়, বুথে রাজকুমার, জন সহ আর কে?
কাজ নিয়ে কার্যত বেশ ব্যস্ত রয়েছেন এখন রুবেল আর শ্বেতা। রুবেলকে দেখা যাচ্ছে নিম ফুলের মধু-তে। সঙ্গে নায়িকা চরিত্রে পল্লবী শর্মা। আর কোন গোপনে মন ভেসেছে-র নায়িকা হলেন শ্বেতা। তাঁর বিপরীতে রয়েছেন রণজয় বিষ্ণু। দুটো ধারাবাহিকই এখন টিআরপি তালিকার বেশ উপরে রয়েছে। জি বাংলার সুপার হিট সিরিয়াল।
আরও পড়ুন: 'কান্না পেলে সে-ও কাঁদে, ব্যথায় তারও কষ্ট হয়…,' ফেসবুকের পাতায় আবেগঘন জিতু কমল
খবর, ২০২৫ সালের জানুয়ারিতেই গাঁটছড়া বাঁধছেন তাঁরা। ১৯ জানুয়ারি তারিখটাও আসছে বারবার সামনে শ্বেতা আর রুবেলের ফ্যানদের তরফে। টলিউডের তারকাদের বিয়ে মানেই বেশ একটা সাজোসাজো ব্যাপার, যা আগে দেখা গিয়েছে আদৃত-কৌশাম্বি, কাঞ্চন-শ্রীময়ী, সৌরভ-দর্শনাদের বিয়ের সময়তেই। এবার অপেক্ষা শুধু বর ও কনের সাজে শ্বেতা ও রুবেলকে দেখার।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports