খোলামেলা পোশাকে তিনি একেবারেই স্বচ্ছন্দ নন, এই কথাটি বলার পরেই বিতর্ক তৈরি হয়ে যায় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে। কিছু কিছু অভিনেত্রী যেমন শ্বেতার পক্ষে কথা বলেছেন আবার কেউ কেউ বিপক্ষেও কথা বলেছিলেন। যদিও কেন পোশাকের কথাটি উঠেছিল সেই বিষয় নিয়েও সবকিছু স্পষ্ট করে দিয়েছিলেন শ্বেতা।
এবার শ্বেতার পর শ্রুতি দাসকেও ঠিক তেমনি কিছু ইঙ্গিত দিতে দেখা গেল সোশ্যাল মিডিয়ার হাত ধরে। খুব সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতি অভিনীত ধারাবাহিক ‘জোয়ার ভাটা’। এই ধারাবাহিকের মাধ্যমে প্রায় দুই বছর পর ছোটপর্দায় ফিরে এসেছেন শ্রুতি।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
ধারাবাহিকের চরিত্রের পোশাকেই বেশ কয়েকটি ছবি পোস্ট করে শ্রুতি লেখেন, ‘আমি একজন রানী এবং আমার শরীর দেখানোর দরকার নেই। আমি জানি আমার মূল্য কি, এই জগতে টিকে থাকার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই আমার কাছে আছে, তোমার মনোযোগের প্রয়োজন নেই আমার।’
শ্রুতি আরও লেখেন, ‘আমি হলাম সেই সিংহী, যে বাকিদের জন্য লড়াই করেছিল। আমি সেই ফিনিক্স যে ছাই থেকে আবার উঠে এসে দাঁড়িয়েছে। নিজের সাম্রাজ্য গড়েছে। আমার একমাত্র ড্রামা হলো চোখের পাপড়ি, ভিয়ের মধ্যে আমাকে আলাদা করে চেনা যায়।’
সবশেষে শ্রুতি লেখেন, ‘আমি তোমার চোখের মিষ্টি সাজ নই, আমি আত্মার খাবার। আমি আমার বুদ্ধি দিয়ে আমি তোমার ভেতরে সত্যটা দেখে ফেলি। আমি আমার খেলার নিয়ম বদলেছি, হ্যাঁ যেমন বলেছিলাম। সময় যেতে যেতে ভাগ্যও বদলে যায়, ভালবাসতে থাকো।’
শ্রুতি যে লেখাটি লিখেছেন সেটি চরিত্রের দিক থেকে লেখা নাকি তিনি নিজের ভাবনা তুলে ধরেছেন সেটা বোঝার উপায় নেই, তবে কোথাও না কোথাও এই লেখাটির সঙ্গে শ্রুতির ব্যক্তিগত জীবনের মধ্যে অনেক মিল পাওয়া যায়।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
‘ত্রিনয়নী’ ধারাবাহিক থেকে জনপ্রিয়তা অর্জন করার পর বড় পর্দায় অভিনয় করেন তিনি। ‘ডাইনি’ সিরিজে অসাধারণ চরিত্রে অভিনয় করা হোক অথবা ‘আমার বস’ সিনেমায় অন্যরকম চরিত্র বেছে নেওয়া, শ্রুতি সবসময় সবার থেকে আলাদা।