বহুদিন হল ছোটপর্দা থেকে দূরে রয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস। শেষ দেখা গিয়েছে রাঙা বউ ধারাবাহিকে। যদিও তা শেষ হয়েছে বছর দেড় আগে। তারপর থেকে বড় পর্দায় দুটি সিনেমা করলেও, ধারাবাহিকে দেখা যায়নি শ্রুতিকে অনেকদিন। তবে খুব শীঘ্রই ফিরছেন।
শ্রুতি ও আরাত্রিকার ধারাবাহিক:
তবে শুধু শ্রুতি নন, এবার সঙ্গে একই ধারাবাহিকে দেখা যাবে আরাত্রিকা মাইতিকে। অর্থাৎ বাংলা ধারাবাহিকের দুই বড় নায়িকা একত্রে। দুজনে ধারাবাহিকে বোন। শ্রুতির চরিত্রের নাম নিশা। যে স্বপ্ন দেখে কোটিপতি হওয়ার, তা যে কোনো উপায় অবলম্বন করে।
অন্য দিকে, আরাত্রিকা চরিত্রের নাম উজি, যে আদর্শে বিশ্বাসী। শিক্ষিত, সৎ পথে চলাই তাঁর লক্ষ্য। দুই ভিন্নমেরুর বোনকে নিয়ে গল্প বুনবেন পরিচালক সুশান্ত দাস।
সৃজিত ও শ্রুতি দুজনেই টপকেছেন ছোট পর্দার গণ্ডি। রাঙা বউ শেষ হতে না হতেই, ‘আমার বস’ ধারাবাহিকে কাজ করেন তিনি। এরপর শ্রুতিকে দেখা যায় ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এ। অন্যদিকে, মিঠিঝোরা-র সঙ্গেই আরাত্রিকা সেরে ফেলেছেন সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’।
নতুন ধারাবাহিক নিয়ে কী বলছেন শ্রুতি-আরাত্রিকা?
নতুন ধারাবাহিক নিয়ে কথা প্রসঙ্গে আরাত্রিকা এক সংবাদমাধ্যমকে জানান যে, মিঠিঝোরার-র রাইয়ের থেকে একদম অন্যভাবে দেখা যাবে তাঁকে উজি হিসেবে। অনেক বেশি প্রাণোচ্ছ্বল। আরাত্রিকার কথায়, ‘আমি কাজের মধ্যে থাকতে চাই। তা সে মাধ্যম যাই হোক না কেন।’
অন্য দিকে শ্রুতি জানালেন যে, ‘রাঙা বউ শেষ হয়েছে এক বছর আগে। মাঝে অনেকগুলো সিরিয়ালের অফার এলেও, গল্প পছন্দ না হওয়ার কারণে ফিরিয়ে দিয়েছি। এখন মনে হচ্ছে অপেক্ষা শেষমেশ কাজে এসেছে’।
আাপতত শ্রুতি আর আরাত্রিকা দুজনেই পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন পাহাড়ে। ফিরে এসেই শুরু করবেন শ্যুটের কাজ। আগামী সপ্তাহ থেকে আসানসোলে শ্যুট শুরু করবেন তাঁরা।